চা বাগানের মন্দিরে পূজা দিয়ে প্রচার শুরু করলেন জেলা পরিষদের প্রার্থী

Jalpaiguri news



জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ

জলপাইগুড়ি জেলা পরিষদের ৩ নম্বর আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তৃণমূল যুব নেতা বিমল মাহালি। ডুয়ার্সের বানারহাট ব্লকের কাঁঠালগুড়ি চা বাগানের উমেস ধাম মন্দিরে পুজো অর্চনার মধ্য দিয়ে তিনি তার প্রচার শুরু করলেন। 



বৃহস্পতিবার তৃণমূল জয় হিন্দ বাহিনীর চেয়ারম্যান অশোক ওরাও সহ বেশ কিছু নেতাকর্মীদের নিয়ে তিনি উমেশ ধাম মন্দিরে যান। সেখানে ব্লকের সমস্ত তৃণমূল প্রার্থীদের জয়ের প্রার্থনা করেন তিনি। 


বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি চা বলয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন তা তুলে ধরে তিনি প্রচার চালাবেন বলে জানান। ভোটে জয়ী হয়ে এই মন্দিরের সৌন্দর্যায়নের পাশাপাশি চা বলয়ের মানুষদের জন্য কাজ করবেন বলেও জানান।