প্রচারে দেওয়াল লিখনে বাধা! প্রার্থী পদ তুলতে হুমকি, আতঙ্কে রায়ানের বিজেপি প্রার্থীরা
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-
বর্ধমান ১ ব্লকের রায়ান ১ গ্ৰাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থীদের দেওয়াল লিখনে বাধা এবং লাগাতার হুমকির অভিযোগ উঠলো শাসক দলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করে শাসক দল তৃণমূল কংগ্রেস।
পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজতেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে এসেছে।নমিনেশন ফাইল করতে এসে বর্ধমান ২ ব্লকের বড়শুলে শাসক দলের হাতে মার খেয়ে রক্তাক্ত অবস্থায় নমিনেশন ফাইল না করেই বাড়ি ফিরে যেতে হয়েছে সিপিএমকে।ভাঙ্গরের ঘটনায় এখনো ভয়ে যুবুথুবু গোটা রাজ্য।গত বিধানসভা নির্বাচনেও শাসক দল তৃণমূল কংগ্রেসের মারের ভয়ে গৃহ ছাড়া ছিলেন রাজ্যের বিরোধী দলের নেতা কর্মীরা। পুলিশকে নিরব দর্শকের ভূমিকা পালন করতে দেখেছেন রাজ্যবাসি।এরইমধ্যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করেন পশ্চিমবাংলা নির্বাচন কমিশন।
পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই জেলা পরিষদ,পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত গুলো নিজেদের দখলে রাখতে ফের শুরুহয় শাসক গোষ্ঠীর অত্যাচার। এর মধ্যে পঞ্চায়েত নির্বাচনে বর্ধমান ১ ব্লকের রায়ান ১ গ্ৰাম পঞ্চায়েত এলাকায় ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী দের সমর্থনে দেওয়াল লিখতে গেলে তাদের হুমকি দেওয়া হয়। দেওয়াল লিখনের জন্য যে আর্ট শিল্পীদের আসার কথা ছিলো তাদের কেও হুমকি দেয় বলে অভিযোগ করেন ভারতীয় জনতা পার্টির বর্ধমান ১ পঞ্চায়েত সমিতির প্রার্থী কৌশিক কুণ্ডু।
কৌশিক বাবু বলেন, মনোনয়ন পত্র জমা দেওয়ার পরথেকে মোবাইল ফোনে নানা ধরনের হুমকি আসতে থাকে শাসক দলের পক্ষ থেকে। পঞ্চায়েত নির্বাচনের প্রাথীদের প্রচারের দেওয়াল লিখনের জন্য দুজন আর্ট শিল্পীদের বলা হয়েছিল তাদের কে আসতে বারুন করে দিয়েছে শাসক দল।এমন কি বিজেপি প্রার্থীদের প্রচারের জন্য যে সমস্ত বাড়ির দেওয়াল গুলো বুক করা হয়েছিল সেই বাড়ির মালিক দেরকেও ভয় দেখানো হয়েছে বলে জানান বর্ধমান ১ পঞ্চায়েত সমিতির,ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৌশিক দত্ত।
তৃণমূলের কংগ্রেসের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন এটা সম্পুর্ন অসত্য। বিরোধীদের সাথে কোনো লোক বল নেই। তাই তারা এই ধরনের মিথ্যা অভিযোগ এনে বাজার গরম করার চেষ্টা করছে।বিরোধীদের কোথাও যদি প্রচার করতে অসুবিধা হয় তাহলে আমাদের বলুক আমরা দাড়িয়ে থেকে তাদের দেওয়াল লিখতে সাহায্য করবো।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊