কিসামত দশগ্রামের খুনের ঘটনা রাজনৈতিক নয়: উদয়ন গুহ

Udyan Guha


দিনহাটা দুই নং ব্লকের কিসামত দশগ্রামে বিজেপি প্রার্থীর দেওরের হত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। এই ঘটনায় তৃণমূলকেই নিশানা করেছে বিজেপি। দিনহাটা শহর মণ্ডল সভাপতি অজয় রায় এই হত্যার পিছনে উদয়ন গুহের নির্দেশ আছে বলে দাবি করেছেন। পাশাপাশি উদয়ন গুহকেই খুনী বলে গ্রেফতার করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।



এদিকে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটা বিধায়ক উদয়ন গুহ এই হত্যা রাজনৈতিক নয় বলেই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, প্রার্থীর প্রস্তাবককে কেন কেউ মারবে মারতে হলে প্রার্থী বা প্রার্থীর স্বামীকে খুন করতো যেন প্রচারে না মেতে পারে। আসলে খুন করেছে অন্য কেউ। আসল খুনীকে ঢেকে রেখে রাজনৈতিক রঙ লাগিয়ে আসল খুনীকে বাঁচিয়ে দেবেন না বলেন উদয়ন গুহ।



উদয়ন গুহ আরও বলেন, ঘটনাটি আসলে মহিলা সংক্রান্ত ঘটনা। ইতিমধ্যে পুলিশ মেয়ে ও তাঁর মাকে গ্রেফতার করেছে। এমনকি স্পটে মেয়েটির মোবাইল পাওয়া গেছে বলেও শুনেছি।



দিনহাটা ২ নং ব্লকের কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের টিয়াদহ এলাকায় শনিবার গভীর রাতে বিজেপি প্রার্থীর পরিবারের এক সদস্যকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বাড়ির অদূরে তার রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার হয়। ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে জানা গেছে। মৃত ওই ব্যক্তির নাম শম্ভু দাস, তার বৌদি বিজেপি প্রার্থী , বিশাখা দাস।