বুড়িরহাটে BJP প্রার্থীর বাড়ির সামনে তাজা বোমা উদ্ধার, নিজেরাই রেখে দোষ চাপাচ্ছে সাফাই তৃণমূলের 

Bomb


দিনহাটা


বুড়িরহাটে BJP প্রার্থীর বাড়ির সামনে তাজা বোমা উদ্ধার,নিজেরাই রেখে তৃণমূলের উপর দোষ চাপাচ্ছে সাফাই তৃণমূলের। রবিবার সকাল সাতটা নাগাদ দিনহাটা দুই নম্বর ব্লকের বুড়িরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভূলকি ৭/৯ নম্বর বুথের বিজেপির পঞ্চায়েত প্রার্থী প্রতিমা বর্মনের বাড়ির সামনে থেকে একটি তাজা বোমা উদ্ধার হয়। 



এই নিয়ে বিজেপির দিনহাটা বিধানসভার কো কনভেনর প্রদীপ বর্মন অভিযোগ করে বলেন বুড়িরহাটে তৃনমূল সন্ত্রাস করছে এবং তারা বুঝে গেছে তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে। তবে বিজেপি কর্মী বা প্রার্থীদের ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। 



তবে বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তৃণমূলের ব্লক সহ সভাপতি আব্দুল সাত্তার পাল্টা অভিযোগ করে বলেন বিজেপি নিজেরাই নিজেদের বাড়ির সামনে তাজা বোমা রেখে তৃণমূলের উপর দোষ চাপাচ্ছে। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে তাজা বোমা উদ্ধরে চাঞ্চল্য ছড়িয়েছে বুড়িরহাট এলাকায়।