দিনহাটায় গ্রেপ্তার তৃণমূলের দাপুটে নেতা তাপস দাস, উদয়ন গুহের হাত আছে বলে অভিযোগ পরিবারের
বড়শাকদলে তৃণমূলের দাপুটে নেতা তাপস দাসের বাড়িতে গিয়ে ভাঙচুর এবং মহিলাদেরকে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তাপস দাসের স্ত্রী ও মেয়ে সহ পরিবারের লোকেরা এই ঘটনার পিছনে সরাসরি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর হাত রয়েছে বলে অভিযোগ।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে শুক্রবার বিকেল আনুমানিক তিনটে নাগাদ কোচবিহার জেলা পুলিসের ক্রাইম ব্রাঞ্চের বিশেষ টিম বড় শাকদলের ঘাটপার এলাকায় তথা প্রধান তাপস দাসের বাড়িতে তল্লাশি চালায়। তৃণমূল নেতা তাপস দাসের স্ত্রী অনিতা দাস অভিযোগ করে বলেন আমি এবং আমার মেয়ে ভাত খাচ্ছিলাম ঠিক সেই সময় দুটি গাড়িতে করে আসা কালো কাপড় পরিহিত বেশ কিছু লোক তাদের গেট খুলতে বলে। গেট খুলতেই তারা ভেতরে ঢুকে বাড়ির বিছানা এবং আসবাবপত্র তছনছ করে বলে অভিযোগ।
পাশাপাশি সেই সময় তাপস দাসের স্ত্রী তাদের জিজ্ঞেস করে কি কারণে তাদের বাড়িতে তল্লাশী চালানো হচ্ছে , তখন সেই ব্যাক্তি অর্থাৎ জেলা পুলিশের ক্রাইম ব্রঞ্চের বিশেষ টিমের পুলিশ কর্মীরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ এমনকি মারধর করে বলেও অভিযোগ।
উল্লেখ্য আজ তৃণমূল নেতা তাপস দাস আদালতে হাজিরা দিতে গেলে তাকে পুরনো বেশ কিছু মামলার অভিযোগে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। এরপরেই তার বাড়িতে বিশেষ অভিযান চালায় পুলিশ। আর এই পুলিশি অভিযানের ফাঁকে তাদের বাড়িতে গুন্ডামি করা হয়েছে এমনটাই অভিযোগ তাপসের স্ত্রী নমিতা দাসের।
পাশাপাশি মন্ত্রী উদয়ন গুহের অঙ্গুলিহেলনে তাপস দাসকে গ্রেপ্তার এবং তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলে অভিযোগ করলেন তাপস দাসের স্ত্রী ও মেয়ে।
পুলিস সূত্রে জানা গিয়েছে ৬ টি কেসের ওয়ারেন্ট থাকায় আজ তাপস দাসকে গ্রেপ্তার করা হয়।
তবে পঞ্চায়েত নির্বাচনের মুখে তৃণমূল নেতার গ্রেপ্তার নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊