পঞ্চায়েত ভোটের আগে ফের ভাইরাল KLO জীবন সিংহের ভিডিও


klo jiban singha



পঞ্চায়েত ভোটের আগে ফের ভাইরাল KLO জীবন সিংহের ভিডিও বার্তা। তৃণমূলের বিরুদ্ধে কোচ কামতাপুরী মানুষদের হত্যার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় কোচ কামতাপুর মানুষের শত্রু, দলীয় সন্ত্রাস এবং পুলিশ দিয়ে কোচ কামতাপুরী মানুষদের হত্যা করার অভিযোগ ভিডিও বার্তায় তুলে ধরেন জীবন সিংহ।


ভিডিও বার্তায় জীবন বলেন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা, নিশীথ প্রামাণিক, বিধায়ক শংকর ঘোষ, মালতি রাভা, বিষ্ণুপ্রসাদ শর্মার মতন বিজেপির সাংসদ মন্ত্রী আর বিধায়কদের নাম। তিনি আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বোঝে না এনাদের কথা! এনাদের দাবি!


এদিনের ভাইরাল ভিডিও বার্তায় জীবন সিংহ বলেন আমাদের অবস্থা "ফান্দে পড়িয়া বগা কান্দের মত" অর্থাৎ বক যেভাবে ফাঁদে পড়লে কাদতে থাকে ঠিক তেমনি। তিনি আরো বলেন গ্রেটার কোচবিহার বা কামতাপুর আমাদের ইন্ডিজেনাস রাইট, আমাদের জাতীয় জীবনে কারো হস্তক্ষেপ করার অধিকার নেই।


আর এদিনের ভাইরাল ভিডিও বার্তা প্রসঙ্গে কোচবিহার থেকে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় বলেন KLO চিফ জীবন সিংহের নিজস্ব কোন সত্ত্বা নেই, তিনি বিজেপির লেখা স্ক্রিপ্ট শুধু প্রকাশ করেন। পাশাপাশি জীবনসিংহ বহু রাজবংশী যুবক ও মানুষের বিপথে পরিচালিত করেছে এবং তাদের মৃত্যুর মুখে ঢেলে দিয়েছে।

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন " জঙ্গলে জঙ্গলে থেকে পাগল হয়ে গেছে, জীবন সিংহ না আমি তো বলি জীবন শেয়াল। বিজেপির পয়সায় খাওয়াদাওয়া করে। তাই ভোটের আগে বিজেপির হয়ে কথা বলছে।  "