Summer vacation : আবার গরমের ছুটি ! গরমে অসুস্থ ছাত্রী কালিয়াচকে 

students
ভিডিও থেকে নেওয়া ছবি 


একদিকে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, সমানতালে তাপপ্রবাহে অতিষ্ট জনজীবন। এমন অবস্থায় গরম (Summer vacation) থেকে বাঁচতে বিদ্যালয় বন্ধ রাখা হবে নাকি তা নিয়ে স্যোসাল মিডিয়ায় প্রশ্ন উঠছে।


আগামী কয়েক দিন রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে। ফলে গরম এখনি কমছে না। এদিকে উত্তরবঙ্গে বর্ষা আসলেও এখনো উত্তরবঙ্গের তিন জেলায় প্রবেশ করেনি বর্ষা । ফলে তাপপ্রবাহে নাজেহাল উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ।



আলিপুর আবহাওয়া দফতর আগামী দু’দিন দক্ষিণবঙ্গের ন’টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। সোমবারও সাতটি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, বাকি জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। একই সঙ্গে দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে তারা।


উত্তরের হাতেগোনা কয়েকটি জেলা বাদ দিয়ে বাকি রাজ্য পুড়ছে। কোথাও প্রবল তাপ। কোথাও জলীয় বাষ্পের পরিমাণ এতটাই বেশি যে, অস্বস্তি চরমমাত্রা ছাড়ানোর উপক্রম করেছে।


এমন পরিস্থিতিতে গরমের ছুটি (Summer vacation) শেষে বিদ্যালয় খুলেছে গত ১৫ জুন থেকে। মাত্র দুইদিনেই একাধিক পড়ুয়ার অসুস্থ হওয়ার খবর সামনে এসেছে। আজ মালদার কলিয়াচকের একটি প্রাথমিক স্কুলের ভিডিও সামনে এসেছে। সেখানে দাবী করা হয়েছে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েছে এক ছাত্রী।


ফলে ফের একবার গরমের ছুটি (Summer vacation) নিয়ে প্রশ্ন উঠছে। যদিও মুর্শিদাবাদ , হাওড়া ও পূর্ব বর্ধমানে মর্নিং স্কুলের নির্দেশ জারি করেছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ।