Afran Nisho: এবার বড় পর্দায় আফরান নিশো, ছবি সুড়ঙ্গ, মুক্তি পাবে কলকাতাতেও
ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা আরফান নিশো এবার বড় পর্দায়। তাঁর অভিনীত 'সুড়ঙ্গ' মুক্তি পাবে কলকাতায়। এমনটাই খবর। ছোটো পর্দা ও ওয়েব সিরিজে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। ইন্ডাস্ট্রিতে ১৫ বছর কাটিয়ে ফেললেও এখনও পর্যন্ত তাঁকে বড় পর্দায় দেখা যায়নি। তবে এবার অপেক্ষার অবসান বড় পর্দায় আসতে চলেছে আফরান নিশো।
বাংলাদেশের সংবাদ সংস্থা ‘ঢাকা ট্রিবিউন’-এর খবর অনুযায়ী কলকাতার এক প্রথম সারির প্রযোজনা সংস্থা কলকাতায় এই ছবি প্রচারের দায়িত্ব নিয়েছে। ভারত ও বাংলাদেশ দুই দেশেই মুক্তি পাবে এই ছবি। তবে ‘সুড়ঙ্গ’ ছবির পরিচালক রায়হান রাফী এবং প্রযোজক শাহরিয়ার শাকিল পশ্চিমবঙ্গে ছবির মুক্তি প্রসঙ্গে কোনও কথা বলেননি।
ইতিমধ্যে সুড়ঙ্গ ছবির একটি গান নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। এই ছবিতে একটি বিশেষ গানের দৃশ্যে দেখা যাবে নুসরতকে। 'পুষ্পা' সিনেমার 'ও অভান্তা' গানের সেটের হুবহু মিল রয়েছে। এদিকে নিশোর বহু নাটক এপার-ওপার দুই বাংলায় খ্যাত। তাকে বড় পর্দায় দেখার অপেক্ষায় দর্শকরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊