ফের সেরা বাংলার শিক্ষাপ্রতিষ্ঠান, কেন্দ্রের র্যাঙ্কিংয়ে রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (National Institutional Ranking Framework) তথা NIRF-র র্যাঙ্কিং বা ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে আর সেই তালিকায় বাংলার জয়জয়কার। একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই তালিকায়।
র্যাঙ্কিংয়ে সবার সেরা আইআইটির তালিকায় ৭নং এ আছে খড়গপুর আইআইটি। বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে চার নম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। পাশাপাশি ইঞ্জিনিয়ারিং স্তরেও দশ নম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এদিকে, কলেজস্তরের র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে সেন্ট জেভিয়ার্স (Saint Xaviers University), অষ্টমে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ।
সবার সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় শীর্ষে রয়েছে আইআইটি মাদ্রাজ। দ্বিতীয় স্থানে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। তিনে আইআইটি দিল্লী, চারে মুম্বাই ও পাঁচ নম্বরে কানপুর। সবার সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় সাত নম্বরে রয়েছে বাংলার আইআইটি খড়গপুর।
বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISC Bengaluru), দুই ও তিন নম্বরে রয়েছে যথাক্রমে রাজধানীর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ও জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়, চারে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এদিকে, ইঞ্জিনিয়ারিং বিভাগে দশ নম্বরে রয়েছে যাদবপুর।
আবার ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে আইআইএম কলকাতা রয়েছে চার নম্বরে। কলেজগুলির তালিকার শীর্ষে রয়েছে দিল্লির মীরান্ডা কলেজ। সেই তালিকাতেই পঞ্চম স্থানে সেন্ট জেভিয়ার্স ও অষ্টম স্থানে রয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। সবমিলিয়ে সার্বিকভাবে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির ফলাফল আশাব্যাঞ্জক বলেই উঠে এসেছে রিপোর্টে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊