Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাছ ও কচ্ছপ, কাঠবিড়ালী, টিয়া ছেড়ে জেলা জুড়ে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস

মাছ ও কচ্ছপ, কাঠবিড়ালী, টিয়া ছেড়ে জেলা জুড়ে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস



সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

জেলা জুড়ে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস।১৯৭২ সালে 'স্টকহোম কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট'-এ ৫ জুন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছিল। ১৯৭৩ সালে প্রথম বার উদযাপন হয় 'বিশ্ব পরিবেশ দিবস।এর পর থেকে প্রতিবছর এই ৫ই জুন দিনটিতে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে উদযাপিত করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হলো বর্ধমান রমনা বাগানে। 



বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশের উপর একটি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিনের অঙ্কন অনুষ্ঠানে ১০০ জন ছাত্রছাত্রীরা এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষথেকে ও বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়।এদিন রথতলা ডিভিসি এলাকায় বসানো হয় বেশ কিছু চারাগাছ। পাশাপাশি ডিভিসির জলে ছাড়াহয় নানা ধরনের মাছ ও কচ্ছপ। কাঠবিড়ালী,সিলেট হেড টিয়ে পাখি সহ নানা ধরনের পাখি ছারেন স্বেচ্ছাসেবী সংগঠন এর কর্মকর্তা। পরিবেশ বজায়ে রাখতে গাছ পূজোও কর হয়।



অর্ণব দাস বলেন আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রথতলা ডিভিসি পার এলাকায় প্রায় পাঁচশোর মত গাছ লাগান হবে। এবং বেশকিছু মাছ পশুপাখি ছাড়া হবে। এই পশুপাখি গুলো আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে উনি। অনেক অসুস্থ পশু পাখিকে সুস্থ করে তাদের এই সমস্ত বন জঙ্গলে ছাড়ি। পাখিদের থাকার জন্য বেশকিছু গাছে পাখির বাসাও তৈরি করা হয়। যে কোন রকম বেশি ঠান্ডা বা গরম থাকবে না তাতে পাখিরা বাঁচতে পারবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code