কুটুসের রথে সামাজিক বার্তা- সেই রথ নিয়ে পথে নেমেছে আনন্দে, মহা সমারোহে

ratha yatra


রথ দেখাবে পথ। রথ সকলের প্রিয়, ছোটদের রথ এক আলাদা খেলার সামগ্রী। বড় রথের পাশাপাশি ছোটোদের রথ এখন বেশ নজরকাড়ে সকলের। বাজারে ছোট রথের চাহিদাও খুব। বাড়িতে শিশুদের একটু নতুনত্বের স্বাদ দিতেই ছোট রথ  কেনা হয় ও সাজানো হয় অনেক বাড়িতেই। এরকম এক ছোট ক্ষুদের রথে সামাজিক বার্তা দিয়ে সাজানো। 

রথ জুড়ে লেখা গাছ লাগান, জলঙ্গী নদী বাঁচান, পাখিদের বাড়ি চাই,জল অপচয় করবো না, থ্যালাসেমিয়া দূর হোক,রক্তদান করুন। প্রতিবছরের মতো এবছর রথ সাজানো চলছিলো কৃষ্ণনগর ষষ্ঠীতলা নিবাসী ভট্টাচার্য্য পরিবারের ছোট সদস্যের। সেই রথকে আরও প্রাণবন্ত করতে পরিবারের বড়রা লিখে দিলেন পরিবেশ বাঁচানোর স্লোগান।

বাড়ির বড়দের কথায় শিশুদের শেখাতে হবে সমাজে কিভাবে পরিবেশ বাঁচানোর পাশাপাশি রক্তদান ও থ্যালাসেমিয়া রোগের প্রতিরোধ করতে হবে। ছোট সদস্যের নাম দিয়েই এই রথের নাম রাখা হয়েছে কুটুসের রথ।

বিশ্বের সমস্ত মানুষের কাছে পৌছে যাক এই বার্তা। মোবাইল নয়, এসো বই পড়ি, ছবি আঁকি, শরীর সুস্থ রাখি। এলাকার ছোটোরা  এই বার্তা নিয়েই রথ নিয়ে পথে নেমেছে আনন্দে, মহা সমারোহে।