পঞ্চায়েত ভোটের আগে দিনহাটা ২ নং ব্লকে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল ফের একবার প্রকাশ্যে
রাজনৈতিক নাটকীয়তার শেষে নাজিরহাট এক নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের নতুন কমিটির নাম ঘোষণা করলেন ব্লক যুব তৃণমূল সভাপতি সুকুমার বর্মন। রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ কিসামত দশগ্রামে ব্লক যুব তৃণমূল সভাপতির বাড়ির দলীয় কার্যালয়ে সংবাদ মাধ্যমের সামনে নাজিরহাট এক নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি বেল্লাল হোসেনের নাম ঘোষণা করেন পাশাপাশি অঞ্চল যুব তৃণমূলের সহ সভাপতি পরিতোষ বর্মন, চেয়ারম্যান বিপুল বর্মন ও সাধারণ সম্পাদক যথাক্রমে আনিমুল হক ও বলাই রায়ের নাম ঘোষণা করেন।
তবে ব্লক যুব তৃণমূল সভাপতি সুকুমার বর্মনের এই ঘোষণার পরেই নাজিরহাট এক নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি অবৈধ বলে জানান দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য ।
দীপক কুমার ভট্টাচার্য বলেন- এই ব্যাপারে কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলেশ অধিকারী কিছুই জানেন না। রবিবার রাতে এমনটাই ভিডিও বার্তার মাধ্যমে দাবি রাখলেন দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য।
প্রসঙ্গত কিছুদিন আগে জেলা যুব তৃণমূল সভাপতি কমলেশ অধিকারী সাংবাদিক বৈঠক করে দিনহাটা দু নম্বর ব্লকের ১২ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১১ টি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল যুব তৃণমূল সভাপতি নাম ঘোষণা করলেও নাজিরহাট এক নম্বর অঞ্চল যুব তৃণমূলের নতুন কমিটি ঘোষণা করেনি। তবে রবিবার দুপুরে ব্লক যুব তৃণমূলের সভাপতি সুকুমার বর্মন সংবাদ মাধ্যমে নাজিরহাট ১ নম্বর অঞ্চল যুব তৃণমূলে নতুন কমিটি ঘোষণা করেন।
উল্লেখ্য কিছুদিন ধরে সংশ্লিষ্ট অঞ্চল যুব তৃণমূলের সভাপতির পদ সামলেছেন আবু বক্কর সিদ্দিক। তবে তাকে সরিয়ে ব্লক যুব তৃণমূল সভাপতি সেখানে অন্য একজনের নাম প্রকাশ করে। তবে কয়েক ঘণ্টার মধ্যেই ব্লক তৃণমূল সভাপতি সেই কমিটিকে অবৈধ বলে দাবি রাখেন।
কার্যত পঞ্চায়েত ভোটের আগে কমিটি গঠন নিয়ে দিনহাটা ২ নং ব্লকে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল ফের একবার প্রকাশ্যে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊