WB Panchayat Election: একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের দায়িত্বে থাকবে ক'টি বুথ ?

Panchayat Election


রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টের পর ধাক্কা খেয়েছে সুপ্রিমকোর্টেও। সুপ্রিম কোর্টে (Supreme Court of India) ধাক্কা খেয়েও নতুন কৌশল রাজ্য নির্বাচন কমিশনের ! এরপর প্রতি জেলার জন্য ১ কোম্পানি করে ২২ জেলার জন্য ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে আবেদন করেছে রাজ্য নির্বাচন কমিশন। পাশাপাশি জানা যাচ্ছে, রাজ্য পুলিশের পাশাপাশি রাজ্যের বিশেষ বাহিনী ব্যবহার করা হবে ভোটে।



১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সংখ্যা থাকে ৮০ থেকে ১০০ জন। যদি ধরে নেওয়া যায় প্রতি কোম্পানিতে ১০০ জন করে জওয়ান থাকে তবে ২২০০ কেন্দ্রীয় বাহিনী জওয়ান থাকবে নির্বাচনে। এদিকে, রাজ্যে পঞ্চায়েত ভোট হতে চলেছে মোট ৬১ হাজার বুথে। রাজ্যের বিভিন্ন জেলায় বুথ সংখ্যা স্বাভাবিক কারণেই ভিন্ন।



রাজ্যে মোট বুথের সংখ্যা ৬১ হাজার। ২২০০ কেন্দ্রীয় বাহিনী যদি নির্বাচনের দায়িত্বে থাকে তবে প্রায় ২৮ টি বুথ সামলানোর দায়িত্ব পড়বে একজন জওয়ানের ওপর ! আর যে সমস্ত জেলার ক্ষেত্রে বুথের সংখ্যা বেশি, সেখানের ক্ষেত্রে একজন জওয়ানের দায়িত্বে থাকবে ২৮-টিরও বেশি বুথ !



হাইকোর্ট ও সুপ্রিমকোর্টে ধাক্কা খাওয়ার পর রাজ্য নির্বাচন কমিশনের জেলা প্রতি ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া নিয়ে প্রহসন বলেই প্রশ্ন তুলছে বিভিন্ন মহল। জেলা প্রতি মাত্র এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এলে কীভাবে শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত ভোট (Panchayat Election) হবে রাজ্যে ? প্রশ্ন তুলছে বিভিন্ন মহল।