আসানসোলের দক্ষিণ থানার অন্তর্গত ঘাগরবুড়ি মন্দিরের পাশে নুনিয়া নদীর জলে পা পিছলে পড়ে গিয়ে এক যুবকের মৃত্যু
নদীতে প্রচুর পরিমাণে ফেনা এবং আবর্জনা থাকায় সেই যুবকের মৃতদেহ উদ্ধার করতে অনেক দেরি হয়। ঘটনাস্থলের পাশের এক মন্দিরের সেবাইত জানিয়েছেন গতকাল সন্ধ্যায় ওই যুবক নদী পারাপার করছিল। কিন্তু স্থানটি বিপজ্জনক বলে তাকে বারবার নিষেধ করা হয়। পারাপার করতে গিয়ে নদীর মধ্যে পড়ে যায় যুবক। রাতে স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি করার চেষ্টা করে কিন্তু ঘন ফেনায় তাকে খোঁজা যায়নি। সকাল থেকে দমকল এবং বিপর্যয় মোকাবিলা টিম পৌঁছে কিন্তু একই ভাবে ফেনা এবং আবর্জনার কারণে উদ্ধারকার্য শুরু করতে অসুবিধা হয় ।
ফলে আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে ফেনা এবং আবর্জনা সরিয়ে ফেলার কাজ শুরু হয়। তবে দীর্ঘক্ষণ জেসিপির মাধ্যমে নদীর বুক থেকে আবর্জনা সরানোর সময় শুক্রবার দুপুর ১২ টা ১৫ নাগাদ নদীর জল থেকে যুবকের মৃত দেহ উদ্ধার হয়।
দেহ শনাক্ত করণের মাধ্যমে জানাযায় বছর তিরিশের মৃত ওই যুবক স্থানীয় দাশু পাড়া তথা পুরনিগমের ১৩ নং ওয়ার্ডের বাসিন্দা। বাড়িতে পরিবার হিসাবে তার মা বাবা সহ স্ত্রী ও সন্তান রয়েছে।
স্থানীয় কাউন্সিলার রীমা মুখার্জি এই বিষয়ে জানিয়েছেন বাড়ি ফেরার তাড়া থাকায় রাস্তা সংক্ষিপ্ত করার তাগিদে যুবক ওই পথে আসতে চেয়েছিল। অসাবধানতায় এই দুর্ঘটনা ঘটে যায়।
0 মন্তব্যসমূহ
thanks