নির্দল হয়ে জিতলেও জায়গা নেই দলে, কড়া বার্তা তৃণমূলের
তৃণমূলের টিকিট না পেয়ে, ভোটে দাঁড়ানো নির্দল প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার না করলে, দলে ফেরার দরজা বন্ধ (Panchayat Elections 2023)। কালীঘাটের বৈঠকে কড়াবার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
শনিবার পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বৈঠকে বসে তৃণমূল নেতৃত্ব। জানা যায়, ভোট প্রচারে নামবেন শীর্ষ নেতৃত্বের ৫০ জন নেতা-নেত্রী। পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে রাজ্যে। ৮ই জুলাই রাজ্যে নির্বাচন। তার আগে রণকৌশল সাজাতে এই বৈঠক তৃণমূলের। পঞ্চায়েত ভোটে (Panchayat Election) নির্দল ‘কাঁটা’ উপড়ে ফেলতে পদক্ষেপ নিল তৃণমূল এমনটাই মনে করা হচ্ছে।
দলের টিকিট না পেয়ে রাজ্য জুড়ে শাসক দলের একাধিক নেতা নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছে। আর তাঁদের জন্য কড়া বার্তা দিল তৃণমূল নেতৃত্ব। নির্দল প্রার্থী হয়ে ভোটে জিতলেও দলের সব দরজা বন্ধ। দল নেবে না সেই নির্দল প্রার্থীকে। পঞ্চায়েত ভোটের রণকৌশল ঠিক করতে তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠকে এমনই সিদ্ধান্ত নিল শীর্ষ নেতৃত্ব।
আগামী ২০ জুন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের মধ্যে তাঁদের প্রার্থীপদ প্রত্যাহারের ‘অনুরোধ’ করল তৃণমূল। প্রথমে নির্দল প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের অনুরোধ করলেও পরে কড়া বার্তা দেওয়া হয়।
সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, ”নির্দল হয়ে যাঁরা মনোনয়ন পেশ করেছেন, তাঁদের কাছে হাত জোড় করে অনুরোধ জানাচ্ছি, আপনারা মনোনয়ন প্রত্যাহার করে নিন। দল যে প্রার্থীদের নির্বাচিত করেছে, তাঁদের সমর্থন করুন, প্রচারে নামুন।”
তিনি বলেন, ”দলের অনুরোধ না মানলে কিন্তু দল খুব কড়া পদক্ষেপ নেবে। নির্দল হয়ে আপনারা ভোটে জিতলেও দলে আর ফিরিয়ে নেওয়া হবে না। চিরকালের মতো দলে ঢোকার দরজা-জানলা সব বন্ধ। বাইরেই থাকতে হবে আপনাদের।”
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊