রাজভবনে কন্ট্রোল রুম, অভিযোগ জানানো যাবে ২৪ ঘণ্টা

Governor Residence


রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ঘোষনার পর চলছিল মনোনয়ন পর্ব। আর মনোনয়ন পর্ব চলাকালীন রাজ্যের একাধিক জায়গায় অশান্তির চিত্র ফুটে উঠেছে। শান্তিপূর্ণ ভোটের দাবিতে রাজভবনে গিয়ে রাজ্যপালের সাথে দেখা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিকে অশান্তির জের রাজভবনে খুলছে কন্ট্রোল রুম‌। 


ভোটে সন্ত্রাস, মনোনয়ন পর্বেই বেলাগাম সন্ত্রাস, এবার রাজভবনে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। ভাঙড়, ক্যানিংয়ের পর কাল মুর্শিদাবাদ যেতে পারেন রাজ্যপাল এমনটাই খবর। মনোনয়নের প্রথম দিনেই মুর্শিদাবাদের খড়গ্রামে খুন হন কংগ্রেস কর্মী। ভাঙরে অশান্তির চিত্র ফুটে উঠেছে। এদিকে কোচবিহারেও অশান্তির ছবি ফুটে উঠেছে। 


 
মনোনয়ন পর্বের স্ক্রুটিনির দিন রাজভবনে খুললো কন্ট্রোল রুম‌। ২৪ ঘন্টা খোলা থাকবে কন্ট্রোল রুম। জানা যাচ্ছে, অভিযোগ জানানো যাবে OSD2w.b.governor@gmail.com -এ।