২টি টেস্ট, ৩টি ODI, ৫টি T20 নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে টিম ইন্ডিয়া, কখন কোথায় দেখবেন ম্যাচ? 

Indian Cricket team


সামনের মাসেই টিম ইন্ডিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফর। শুরু হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। ১২ই জুলাই থেকে শুরু হচ্ছে সেই সফর। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে দু’টি টেস্ট, তিনটি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারতীয় দল।



১২ জুলাই থেকে ১৬ জুলাই প্রথম টেস্ট হবে ডোমিনিকা। ২০-২৪ জুলাই দ্বিতীয় টেস্ট ত্রিনিদাদে। দু’টি টেস্টই পরের মরসুমের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত রয়েছে অতএব টেস্ট দুটো জেতা অনেক বেশি জরুরি। এরপর, ২৭ জুলাই শুরু হচ্ছে এক দিনের সিরিজ। তিনটি ওডিআই হবে ২৭জুলাই, ২৯ জুলাই এবং ১ অগস্ট প্রথম দু’টি এক দিনের ম্যাচ হবে বার্বাডোজে। তৃতীয় ম্যাচটি হবে ত্রিনিদাদে।



৩ অগস্ট প্রথম টি-টোয়েন্টি ম্যাচটিও ত্রিনিদাদে হবে। ৬ এবং ৮ অগস্ট বাকি দু’টি টি-টোয়েন্টি ম্যাচ হবে গায়ানাতে। ১২ এবং ১৩ অগস্ট রয়েছে টি-টোয়েন্টি সিরিজের শেষ দু’টি ম্যাচ। এই ম্যাচগুলি হবে আমেরিকার ফ্লোরিডার লডারহিলে।



আইপিএলের মতো বিনামূল্যে শুধু ইন্টারনেট সংযোগ থাকলেই দেখা যাবে ম্যাচ গুলো। সব ম্যাচ দেখা যাবে জিয়ো সিনেমায়। এমনটাই খবর। পাশাপাশি টেলিভিশনে খেলা দেখা যাবে ‘স্পোর্টস ১৮’ চ্যানেলে।