সবাই মিলে করি পন ,বন্ধ হবে প্লাস্টিক দূষন, নিগমনগরে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস 

World Environment Day


"সবাই মিলে করি পন ,বন্ধ হবে প্লাস্টিক দূষন" এ্ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ দিনহাটা ১ নং ব্লকের দিনহাটা ভিলেজ ২ এর গ্রামীণ এলাকা নিগমনগরে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস।



নিগমনগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয়ের এনসিসি ট্রুপের আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল দশটায় বিদ্যালয় মাঠে বৃক্ষ রোপন করা হয়।



উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনির্বাণ নাগ এনসিসি ভারপ্রাপ্ত শিক্ষক মানস রায়, এনসিসি সিনিয়ার লিডার সীমান্ত বর্মন, প্রসেনজিত ভৌমিক, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সন্তোষ বর্মন ছাড়াও অন্যান্যরা ।



উক্ত দিনটির গুরুত্ব সুন্দর ভাবে ব্যাখ্যা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনির্বাণ নাগ ও এনসিসি ভারপ্রাপ্ত শিক্ষক মানস রায়।