১৭ কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা দিল বর্ধমান জেলা রাইসমিল এসোসিয়েশন
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-
বর্ধমান জেলা রাইসমিল এসোসিয়েশনের পক্ষ থেকে জেলার 17 জন কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, পুলিশ সুপার কামনাশিষ সেন রাইসমিল এসোসিয়েশনের জেলা সভাপতি আবদুল মালেক সহ অন্যান্যরা।
এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসা বোর্ডের কৃতি ছাত্রকে সংবর্ধনা না দিতে পেরে দুঃখ প্রকাশ করেন জেলা সভাপতি আবদুল মালেক। ভুল স্বীকার করে তিনি বলেন এটা আমাদের নজরের বাইরে ছিলো। আমরা ঠিক করে জানতে পারিনি আগামী দিনে ওই মেধা ছাত্রকেও আমরা সংবর্ধিত করবো।
এদিনের প্রাসঙ্গিক বক্তিতায় জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা বলেন যখন আপনারা নিজেদের হার্ডওয়ার্কে সফল হচ্ছেন তখন খুব ভালো লাগে কিন্ত হার্ডওয়্যার্কের পর যখন সফল হতে পারছেন না তখন আপনারা ভেঙ্গে পরছেন। তাই আমি বলবো সেই সময় ভেঙ্গে পরবেন না।জেলাশাসক বলেন আজকে যূ এচিভমেন্ট পেলেন সেটা সবসময় নাও হতে পারে। এরজন্য ভেঙ্গে পরার কিছু নেই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊