Kolkata Police Exam Question Paper: কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষার প্রশ্নপত্র, দেখে নিন একনজরে

KP exam


কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হল আজ। মোট ১৫৭৮ ভ্যেনুতে রাজ্যজুড়ে অনুষ্ঠিত হল এই পরীক্ষা। মোট শূন্যপদ ২২৬৬টি। দুপুর ১২টায় শুরু হয় পরীক্ষা আর শেষ হয় বেলা ১টায়। চলুন দেখে নেওয়া যাক কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্ন:

(ads1)

1. কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগের 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান বিভাগে পড়ে। মোট 66 জন কলা বিভাগের ছাত্র হলে, কত শতাংশ (percentage) বাণিজ্য বিভাগের ছাত্র

(A) 24

(B) 32

(C) 36

(D) 30

2. 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন।

(A) হরিপুরা

(B) ত্রিপুরী

(C) চৌরিচৌরা

(D) কলকাতা

3. ইংরেজি বর্ণমালার (alphabet) প্রথম থেকে 18 বর্ণের বাদিকের সপ্তম (seventh) বর্ণ কোনটি ? 

(A) K

(B) L

(C) J

(D) M

4. সংহিতা, আরণ্যক, মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়- 

(A) আরণ্যক

(B) মহাভারত

(C) সংহিতা

(D) উপনিষদ

5. Y হল X-এর পুত্র। S হল R-এর পুত্র। Y. P সাথে বিবাহিত। P হল R-এর কন্যা। Y, S-এর কে হয়।

(A) ভগ্নীপতি

(B) মামা

(C) শালা

(D) কাকা 

(ads2)

6. প্রমাণ চাপ ও উষ্ণতায় (N.T.P.) এক গ্রাম-অণু (1gm-mole) কোনো গ্যাসের আয়তন (Volume) কত হবে।

(A) 44 লিটার

(B) 31-4 লিটার

(C) 20 লিটার

(D) 22-4 লিটার

7. 150 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় 70 কিমি বেগে (speed) চললে 200 মিটার দীর্ঘ একটি সেতু (bridge) অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে!

(A) 18

(B) 24

(C) 16

(D) 30

৪. ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনা (Preamble)-র সঙ্গে 'সমাজতান্ত্রিক' ও 'ধর্মনিরপেক্ষ' (Socialist and Secular) শব্দ দুটি যুক্ত করা হয়?

(A) 42

(B) 52

(C) 41

(D) 37

9. একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুত ছিল। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রায়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে?

(A) 240

(B) 300

(C) 180

(D) 200

10. পিটের ভারত শাসন আইন (Pin's India Act) সালে পান হয়েছিল?

(A) 1784 

(B) 1848

(C) 1884 

(D) 1748


11. গয়টার (Goitre) রোগটি কীসের কারণে হয়?

(A) হাইপোথাইরয়েডিজম

(B) ডায়াবেটিস মেলিটাস

(C) হাইপারথাইরয়েডিজম

(D) ওবেসিটি

12. এক ব্যক্তি বার্ষিক 12 - % সরল সুদের হারে (rate of simple interest) কিছু টাকা ধার করে একটি মোটর সাইকেল ক্রয় করেন। চার বছর পর সুদ (interest) হিসাবে ব্যাঙ্কে তিনি 1250 টাকা জমা দেন। ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন?

(A) 2450

(B) 2400

(C) 3000

(D) 2500


13. পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ (Solution) কী বর্ণের হয়।

(A) কমলা (Orange)

(B) বেগুনি (Violet)

(C) লাল (Red)

(D) হলুদ (Yellow)

14. 'বুলন্ত উপত্যকা' (Hanging Valley) নিম্নলিখিত কীসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ?

(A) (River) 

(B) সমুদ্র (Sea)

(C) আগ্নেয়গিরি (Volcano) 

(D) হিমবাহ (Glacier)

15. 1+2+3+...... + 25 সংখ্যাক্রমের (number series) যোগফল কত?

(A) 225

(B) 350

(C) 325

(D) 300

21. ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কী ?

(A) রায়পুর

(B) বিলাসপুর

(C) ভোপাল 


(D) জব্বলপুর

22. কোনো ক্রেতা ক্রমিক 10% ও 20% ছাড় (discount) পেলে মোটের ওপর কত ছাড় (discount) পেলেন (শতকরা হারে) (rate of percentage) 

(A) 20

(B) 28

(C) 15 

(D) 30

23. কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন ?

(A) 1925

(B) 1930

(C) 1920

(D) 1935


26. নিম্নলিখিতের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ?

(A) লোহা (Iron)

(B) সোনা (Gold)

(C) সোডিয়াম (Sodium)

(D) পারদ (Mercury)

27. কোনো নিয়ম অনুযায়ী GROWTH কে HQPVUG এবং FOUR-কে GNVQ লেখা হলে, এই নিয়ম অনুযায়ী, BOOKWARM-কে কী লেখা হবে?

(A) CNPIXZSL 

(B) CNPJVZSL

(C) CNNIXZSL

(D) CNNIXQSL

28. 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? 

(A) শিক্ষা

(B) মাজ

(C) কলকাতা

(D) বোম্বাই

29. ACNE এর সংকেত 3, 7, 29, 11, BOIL-এর সংকেত কী হবে?

(A) 5,31, 19, 25

(B) 5,29, 19, 25

(C) 5,31, 21, 25

(D) 5, 29, 19, 27

30. স্প্রিং তুলার (Spring Balance) মাধ্যমে বস্তুর

পরিমাপ করা হয়।?

(A) ভার (Weight)

(B) বল (Force)

(C) ভর (Mass)

(D) অভিকর্ষজ ত্বরণ (Gravitational acceleration)


পুরো প্রশ্নটির জন্য ক্লিক করুন- DOWNLOAD PDF FILE KP EXAM QUESTION PAPER 2023 HELD ON 4TH JUNE, 2023