মাদক বিরোধী অভিযানে গিয়ে আক্রান্ত তৃনমূলের উপ প্রধান, দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের দাবি মেয়ের

মাদক বিরোধী অভিযানে গিয়ে আক্রান্ত তৃনমূলের উপ প্রধান, দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের দাবি মেয়ের


young lady
আক্রান্ত কৃষ্ণ দাসের মেয়ে প্রনয়ীতা দাস



জলপাইগুড়ি:

মাদক বিরোধী অভিযানে গিয়ে আক্রান্ত তৃনমূলের উপ প্রধান, সাংবাদিক সম্মেলন করে দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের দাবি মেয়ের।

(ads1)

সদর ব্লকের বারোপেটিয়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান তথা তৃনমূল কংগ্রেসের এস সি এস টি, ও বি সি, সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের উপর গত শুক্রবার রাতে একদল দুষ্কৃতি হামলা চালায় সেই সময় যখন নিজের পঞ্চায়েত এলাকা বারো পেটিয়া অঞ্চলের ডোডালিয়াতে মাদক বিরোধী অভিযানে গিয়েছিলেন। দুষ্কৃতীদের আক্রমণে রক্তাক্ত হবার পরেই আহত তৃনমূল নেতার মেয়ে ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়ে ছিলেন।

রবিবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবি জানানোর পাশাপাশি ঘটনাটিকে রাজনৈতিক রং দেবার যে চেষ্টা করা হচ্ছে সেটিও স্মরণ করিয়ে দিয়ে বলেন - "আমার বাবা কোনো দাদাগীরি করতে ওই এলাকায় যায়নি, দীর্ঘদিন থেকে ওই এলাকার মহিলারা বাবার কাছে অভিযোগ করে আসছিলো যে অবৈধ ভাবে এলাকায় মদ, মাদকের ব্যাবহার চলছে।"

(ads2)

তিনি আরও বলেন- "বাবা যিনি ওই এলাকার উপ প্রধানও বটে, তিনি নিজের অঞ্চলের মানুষের করা অভিযোগের ভিত্তিতেই ওই দিন সেখান যান বিষয়টি জানতে, সেই সময় তার ওপর অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।

Post a Comment

thanks