চলতি বছরেই আয়ারল্যান্ড সফরে যাচ্ছে ক্রিকেট টিম ইন্ডিয়া, দেখুন সূচি 

IND vs Ire


চলতি বছরেও আয়ারল্যান্ড সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া (India's Tour Of Ireland)। তিনটি টি২০ ম্যাচ খেলবে ভারত ও আয়ারল্যান্ড। ডাবলিনের উপকণ্ঠে ১৮ অগস্ট থেকে ২৩ অগস্ট পর্যন্ত চলবে কুড়ি ওভারের ফরম্যাটে দুই দলের লড়াই।



জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে রোহিত শর্মারা। আর তারপরেই আয়ারল্যান্ডের সফর। মুম্বইতে গত মঙ্গলবার বিশ্বকাপের (World Cup 2023) সূচি ঘোষণা হওয়ার পরেই এই ভারত-আয়ারল্যান্ড সূচি চূড়ান্ত হয়ে যায়।



ক্রিকেট আয়ারল্যান্ডের চিফ এক্সিকিউটিভ ওয়ারেন ডিউট্রম আইসিসি-কে জানিয়েছেন, "আমরা ১২ মাসের মধ্যে দ্বিতীয়বার ভারতীয় পুরুষ দলকে আয়ারল্যান্ডে স্বাগত জানাতে পেরে খুশি। আমরা ২০২২-এ জোড়া ম্যাচে ফ্যানদের উন্মাদনা দেখেছি। এবার তিন ম্যাচের সিরিজে ফ্যানরা আরও বেশি সুযোগ পাবে।"



তিনি আরো জানিয়েছেন, "ভারতীয় দল চূড়ান্ত ব্যস্ত সূচির মধ্যেও আমাদের অন্তর্ভুক্তি করেছে। যার জন্য আমরা আন্তরিক ভাবে বিসিসিআই-এর কাছে কৃতজ্ঞ। ফ্যান-ফ্রেন্ডলি সূচি বানানো হয়েছে। শুক্রবার এবং রবিবার অধিকাংশ ফ্যানরাই আসতে পারবেন।"