ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট কলকাতায় একাধিক শূন্যপদে নিয়োগ করবে, শুরু হয়েছে আবেদন গ্রহন

ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট কলকাতায় একাধিক শূন্যপদে নিয়োগ করবে, শুরু হয়েছে আবেদন গ্রহন 


Job
ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট কলকাতায় (Kolkata) সুপারভাইজার, এনগ্রেভার ও জুনিয়র টেকনিশিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট শুন্যপদ ৯টি। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট কলকাতায় (Kolkata) ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারবেন।




আবেদন শুরু তারিখ: ৮ই জুন, ২০২৩

আবেদন শেষের তারিখ: ৭ই জুলাই, ২০২৩



পদের নাম ও শূন্যপদ

সুপারভাইজার 01

খোদাইকারী 02

জুনিয়র টেকনিশিয়ান 06




শিক্ষাগত যোগ্যতা

সুপারভাইজার-স্নাতকোত্তর ডিগ্রি

এনগ্রেভার-ব্যাচেলর অফ ফাইন আর্টস

জুনিয়র টেকনিশিয়ান-ফুল-টাইম I.T.I.



আবেদন ফি:

প্রার্থীদের অবশ্যই 600/- এবং SC/ST-এর জন্য 200/- টাকা আবেদন ফি দিতে হবে।

Post a Comment