ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট কলকাতায় একাধিক শূন্যপদে নিয়োগ করবে, শুরু হয়েছে আবেদন গ্রহন
ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট কলকাতায় (Kolkata) সুপারভাইজার, এনগ্রেভার ও জুনিয়র টেকনিশিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট শুন্যপদ ৯টি। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট কলকাতায় (Kolkata) ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারবেন।
আবেদন শুরু তারিখ: ৮ই জুন, ২০২৩
আবেদন শেষের তারিখ: ৭ই জুলাই, ২০২৩
পদের নাম ও শূন্যপদ
সুপারভাইজার 01
খোদাইকারী 02
জুনিয়র টেকনিশিয়ান 06
শিক্ষাগত যোগ্যতা
সুপারভাইজার-স্নাতকোত্তর ডিগ্রি
এনগ্রেভার-ব্যাচেলর অফ ফাইন আর্টস
জুনিয়র টেকনিশিয়ান-ফুল-টাইম I.T.I.
আবেদন ফি:
প্রার্থীদের অবশ্যই 600/- এবং SC/ST-এর জন্য 200/- টাকা আবেদন ফি দিতে হবে।
0 মন্তব্যসমূহ
thanks