Latest News

6/recent/ticker-posts

Ad Code

Mamata Banerjee: এবার 'সরাসরি মুখ্যমন্ত্রী ', অভাব-অভিযোগ জানাতে পারবে সাধারন মানুষ

Mamata Banerjee: এবার 'সরাসরি মুখ্যমন্ত্রী ', অভাব-অভিযোগ জানাতে পারবে সাধারন মানুষ 

Mamata Banerjee


একুশের বিধানসভা ভোটের আগে চালু হয়েছিল ‘দিদিকে বলো’! এদিকে সামনেই পঞ্চায়েত নির্বাচন আর তার আগে এবার শুরু হতে চলেছে 'সরাসরি মুখ্যমন্ত্রী '। জানা গেছে, আগামী বৃহস্পতিবার নবান্ন সভাঘরে 'সরাসরি মুখ্যমন্ত্রী ' কর্মসূচির সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ করা হবে টেলিফোন নম্বরও।




জানা যাচ্ছে, ফোনে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিজের অভাব-অভিযোগের কথা জানাতে পারবেন সাধারণ মানুষ। মে টেলিফোন নম্বর প্রকাশ করা হবে তাতে ফোন করলে সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে চলে যাবে ফোন।



পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। কোচবিহার থেকে কাকদ্বীপ এই কর্মসূচি করে চলছেন তিনি। এই কর্মসূচির মাঝেই অভিষেক বন্দোপাধ্যায়কে সিবিআই তলব করায় কর্মসূচি ফেলে ফিরতে হয় তাঁকে। এরপর ভার্চুয়ালে বাঁকুড়ার পাত্রসায়রের সভা থেকে 'সরাসরি মুখ্যমন্ত্রী ' কর্মসূচির ঘোষনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।



বৃহস্পতিবার নবান্ন সভাঘরে 'সরাসরি মুখ্যমন্ত্রী ' কর্মসূচির সূচনা হবে। আর তারপর থেকেই সাধারন মানুষ নিজেদের অভাব অভিযোগ জানাতে পারবে টেলি যোগাযোগের মাধ্যমে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code