Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রাক্তন কাউন্সিলরকে মারধোরের ঘটনায় গ্রেপ্তার পাঁচ

প্রাক্তন কাউন্সিলরকে মারধোরের ঘটনায় গ্রেপ্তার পাঁচ

Police



ক্লাবে বসে থাকার সময় হঠাৎ শনিবার রাতে সিউড়ি পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মৃন্ময় মুখ্যাজীকে মারধর করে কিছু দুস্কৃতী। এইঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমান তৃণমূল কাউন্সিলর চন্দ্রানী মুখ্যাজীর স্বামী মৃন্ময় মুখ্যাজী । ঘটনায় প্রকাশ্যে চলে আসে তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । 



ধৃতদের বুধবার সিউড়ি আদালতে তোলা হলে আবেদ মির্জা, মিলন মির্জা,শেখ আনিসুর রহমানকে চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন মহামান্য বিচারক। 



আসামী পক্ষের আইনজীবী চঞ্চল সেন বলেন, "যে সময় ঘটনাটি ঘটেছে তখন এই পাঁচজন বাড়ীতে ছিল । তাদের মিথ্যা করে মামলায় যুক্ত করা হয়েছে । পাঁচজনের মধ্যে তিনজনের চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। শেখ আজহারউদ্দিন, বিষ্ণু ঘোষের এখনো কোনো নির্দেশ আসে নি। শেখ আজাহারউদ্দিন শারীরিক প্রতিবন্ধী। সেই সাটিফিকেট আদালতে জমা করা হয়েছে ।" 



জেলা তৃনমূল সহসভাপতি মলয় মুখ্যাজী বলেন, "একজন বয়স্ক মানুষকে মারা হয়েছে । পুলিশ ঘটনার তদন্ত করলে আসল সত্যি বেরিয়ে আসবে ।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code