দিনহাটার সাহেবগঞ্জকাণ্ডে তীব্র প্রতিবাদ জানালেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার 

Sukanata Majumder


মূলত মনোনয়নের পর এবার স্ক্রুটিনি পর্বেও উত্তপ্ত কোচবিহারের দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জ। আজ সাহেবগঞ্জে দিনহাটা দুই নং ব্লকের বিডিও অফিস সংলগ্ন এলাকায় তৃণমূল-বিজেপির সংঘর্ষের খবর উঠে আসে। বিজেপির অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের কনভয়ে তির ছোঁড়ার পাশাপাশি বিজেপি কর্মীদের মারধোর করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে টুইট করে প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।



সুকান্ত মজুমদার ট্যুইট করে জানিয়েছেন, 'নিশীথ প্রামাণিকের গাড়িতে বোমা ছোড়া হয়েছে। পুলিশ আক্ষরিক অর্থেই অসহায়। উদয়ন গুহ হাজার -দেড়হাজার লোক নিয়ে দাঁড়িয়ে আছেন। তাঁরা আমাদের কর্মীদের হাত থেকে ফর্ম বি ছিনিয়ে নিচ্ছে,'।


পাশাপাশি 'রাজ্যের বর্তমান পরিস্থিতির' ইস্যুতে রাজ্যপালের (Governor) কাছে 'সন্ত্রাস' নিয়ে নালিশ জানিয়েছেন সুকান্ত মজুমদার। 



প্রসঙ্গত, আজ মনোনয়ন স্ক্রুটিনির দিন উত্তপ্ত হয়ে ওঠে সাহেবগঞ্জ। বিজেপির অভিযোগ, দিনহাটা ২ নম্বর ব্লক অফিসে মনোনয়নের স্ক্রুটিনি চলাকালীন পুলিশের সামনেই তাদের প্রার্থীদের মারধর করে বিডিও অফিস থেকে বের করে দেয় তৃণমূল কর্মীরা। পাশাপাশি ১৪৪ ধারা অমান্য করে বিডিও অফিসের সামনে তৃণমূল কর্মীদের জড়ও হওয়ার অভিযোগ তুলেছেন নিশীথ প্রামাণিক। যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক জানান, সব ওদের কাজ। বাইরে থেকে লোক নিয়ে এসে গুন্ডামি করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।