Panchayat Election 2023: এবার মালদহে, পঞ্চায়েত নির্বাচনের স্ক্রুটিনির দিন  তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ

Panchayat Election 2023



রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Vote 2023) এখনো ২০ দিনের উপর বাকি, তার আগেই একাধিক খুন! আজ ফের খুন হলেন শাসক দল তৃণমূল কংগ্রেসের এক নেতা।  ঘটনাস্থল মালদহ জেলার সুজাপুর। মৃত তৃণমূল নেতার নাম মুস্তাফা শেখ। তাঁর স্ত্রী মালদহের (Maldah) সুজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন।


তৃণমূলের অভিযোগ, এদিন দুপুরে মসজিদ থেকে নামাজ পড়ে ফিরছিলেন মুস্তাফা। সেই সময় একদল কংগ্রেস কর্মী তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর করতে শুরু করে। লাঠি, রড, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হচ্ছিল। পরে কুপিয়ে খুন করা হয় তাঁকে। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়।




খুনের প্রতিবাদে ৩৪ নং জাতীয় সড়কে দেহ ফেলে রাস্তা অবরোধ করেছেন তৃণমূল (TMC) কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তাঁর দাবি, “নমাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন মুস্তাফা। রাস্তায় ঘিরে ধরে কুপিয়ে খুন করা হয়েছে তাঁকে। দুষ্কৃতীদের শনাক্ত করা হয়েছে। তাদের দ্রুত গ্রেপ্তার করুক পুলিশ।”


রাজ্যের মন্ত্রীর দাবি, “দুষ্কৃতীরা ২৪ ঘণ্টা আগেই কংগ্রেসে যোগ দিয়েছিল। তাদের কড়া শাস্তির ব্যবস্থা করা হোক।”




উল্লেখ্য, পঞ্চায়েত ভোট (Panchayat Election) ঘিরে রাজ্যে প্রথম প্রাণহানির ঘটনাটি ঘটে মুর্শিদাবাদে। প্রাণ হারান কংগ্রেস কর্মী। তারপর একে একে মুর্শিদাবাদের নবগ্রামে ১ তৃণমূল কর্মী, ভাঙড়ে আইএসএফ ও তৃণমূল মিলিয়ে ৩, চোপড়ায় এক সিপিএম কর্মীর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে মনোনয়ন ও স্ক্রুটিনি পর্ব মিলিয়ে বাংলায় সাতজনের মৃত্যু হল।