Latest News

6/recent/ticker-posts

Ad Code

দোকানের পিছনে শোবার ঘর থেকে ব্যবসায়ীর দেহ উদ্ধার, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

দোকানের পিছনে শোবার ঘর থেকে ব্যবসায়ীর দেহ উদ্ধার, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

Jalpaiguri News



জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ


রবিবার হাটের দিন হওয়ায় সকালেই দোকান খোলার উদ্যোগ নিয়েছিলেন ধূপগুড়ি ব্লকের গাদং ২ গ্ৰাম পঞ্চায়েতের সোনাতলা হাটের গালামাল ব্যবসায়ী গোপাল দত্তের ছেলে। দোকান খোলার আগে পিছনের ঘরের দরজা খুলতেই শোবার ঘরে বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ছেলে। ঘটনায় হতবাক হয়ে যান ছেলে। হাটের দিন হওয়ায় মূহুর্তেই ভিড় জমে যায়। 



খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। তবে কি কারণে এই ঘটনা তা জানা যায়নি। তবে মানসিক অবসাদ না অন্য কিছু কারণ খতিয়ে দেখছে পুলিশ।




যদিও মৃতের ছেলে জানান, মায়ের মৃত্যুর পর থেকে বাবা একটু শোকে বিহ্বল । আর সেই শোকেই হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছে বাবা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code