Srabanti Chatterjee: শার্টের বোতাম খুলে বোল্ড লুকে ছবি শেয়ার করে অশ্লীল ট্রোলড শ্রাবন্তী 

Srabanti Chatterjee


শার্টের বোতাম খুলে মোহময়ী ছবি শেয়ার করলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। খোলা বোতাম, কাঁধ থেকে খুলে পড়ছে শার্ট, হট প্যান্ট, স্পষ্ট বক্ষ বিভাজিকা এমন হট ছবিতে ফটোশ্যুট করে নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে শ্রাবন্তী।

Srabanti Chatterjee



এমন ছবিতে একদল নেট নাগরিক যেমন তার প্রশংসায় ভরিয়ে দিয়েছে তেমন একদল নেট নাগরিক অশ্লীল কমেন্ট করতেও পিছপা হয়নি। কেউ কটাক্ষ করে লিখেছেন, ‘সানি লিওন পার্ট-২’। এছাড়াও শ্রাবন্তীর পোস্টের নিচে নানান অশ্লীল কমেন্টে ভরে গিয়েছে।

Srabanti Chatterjee



বওল্ড লুক শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন, ‘একসময় আমি স্নো-হোয়াইট ছিলাম, কিন্তু এখন আমি পাল্টে গিয়েছি।’

Srabanti Chatterjee



খুব শীঘ্রই দেবী চৌধুরানী হয়ে ধরা দেবেন শ্রাবন্তী। তাঁর বিপরীতে ভবানী পাঠক হয়ে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। রাজর্ষি দে-র 'সাদা রঙের পৃথিবী' ছবিতেও মুখ্য ভূমিকায় দেখা যাবে তাঁকে। পাশাপাশি 'ডান্স বাংলা ডান্স'-এর বিচারক হিসাবেও দেখা যাচ্ছে তাঁকে।