ভেজা শরীর, যেন জলপরি, সৈকতে টলি সুন্দরী বিবৃতি

Bibriti


বিবৃতি চট্টোপাধ্যায়। মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি। রুপে গুনে মুগ্ধ বিবৃতি সমুদ্রের নোনা জলে নিজেকে এলিয়ে দিয়েছেন।
Bibriti


জলের মত বহমান ধারায় বাঁচতে ভালোবাসেন বিবৃতি। ক্যামেরার সামনে বোল্ড হতে পিছপা হননা তিনি। মডেল দিয়ে আত্মপ্রকাশ হয়েছে বিবৃতির।
Bibriti


সম্প্রতি শোনা যায় তথাগত মুখোপাধ্যায়ের সাথে প্রেমের গুঞ্জন। তবে এবার তথাগতের 'গাকি'তে দেখা যাবে তাঁকে।
Bibriti


মডেল হিসেবে আত্মপ্রকাশ করলেও মাঝখানে বিবৃতি সঞ্চালনার কাজ করেছেন। এরপর অভিনয় জগতে পা বিবৃতির।