Dinhata News: কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয়ে তির ছোঁড়ার অভিযোগ, ফের আক্রান্ত নিশীথ!

Nishit Pramanik




মনোনয়ন পরীক্ষার দিন উত্তপ্ত হয়ে উঠলো দিনহাটা দুই নং ব্লক অফিস। অভিযোগ, দিনহাটা দুই নং ব্লক অফিস দখল করে মনোনয়নপত্র দাখিলের কাজ করছে তৃণমূল। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে তির ছোঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আরোও অভিযোগ, বিজেপি কর্মীদের মারধোর করে তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।




নিশীথের অভিযোগ, তাঁর কনভয় লক্ষ্য করে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপির অভিযোগ, কনভয়ের অনতিদূরে বোমাবাজিও হয়েছে। এমনকি অনেক প্রার্থীকে মারধোর করা হয়েছে। নিশীথের কথায়, ''বাংলার জন্য ভীতিজনক পরিস্থিতি। আমার কনভয়ে তির ছোড়া হয়েছে। পুলিশ প্রশাসনের ভূমিকা অত্যন্ত নিন্দনীয়।''অন্য দিকে, সমস্ত অভিযোগ মিথ্যে বলেই দাবি করছে তৃণমূল।'




অন্যদিকে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহের দাবি তৃণমূলের কেউ এরকম করেনি। আসলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাইরে থেকে লোক নিয়ে এসে এরকম গুন্ডামি করছে। ১৫০ র বেশি মনোনয়ন জমা করতে পারেনি তারা। ভালো মতোই চলছিল মনোয়ন দাখিল শেষের দিকে এসে গুন্ডামি করলো। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর থেকে বড় গুন্ডা, সমাজ বিরোধী পশ্চিমবঙ্গে আর কেউ নেই। আর যে গাড়ি বুলেট প্রুফ সেখানে আবার তির যায় নাকি। এমনই প্রতিক্রিয়া উদয়ন গুহের।




আবার, বিজেপির অভিযোগ, বিজেপি প্রার্থীকে বিবস্ত্র করে মারধোর করেছে তৃণমূল। এই অভিযোগে উদয়ন গুহের বক্তব্য, এরকম কিছুই হয়নি। যদি কাউকে বিবস্ত্র করে মারধোর করেছে তার ভিডিও দেখান। পুলিশ ছিল। সাংবাদিকদের ক্যামেরায় তো উঠবে। ওরা সিবিআই, ইডি কেন্দ্রীয় এজেন্সিকে দলদাসের মতো ব্যবহার করে তাই ওদের মনে হচ্ছে তৃণমূল পুলিশকে ব্যবহার করছে। আসলে তা হচ্ছে না।