Breaking : শালমারার BJP ২৬ নম্বর ZP প্রার্থী  তরণীকান্ত বর্মনকে গ্রেফতার করল পুলিশ

তরণীকান্ত বর্মন



বুধবার সন্ধ্যায় শালমারা এলাকা থেকে বিজেপির ২৬ নম্বর জেলা পরিষদ আসনের প্রার্থী তথা প্রাক্তন তৃণমূল নেতা তরণীকান্ত বর্মনকে গ্রেপ্তার করলো কোচবিহার জেলা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের বিশেষ টিম। আর এই গ্রেফতার কে ঘিরে শোরগোল পড়েছে কোচবিহার জেলার রাজনৈতিক মহলে।


তবে গ্রেপ্তার প্রসঙ্গে কোচবিহার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ বুধবার রাত আনুমানিক নয়টা এগারো মিনিট নাগাদ সংবাদমাধ্যমকে জানান তরণীকান্ত বর্মনের বিরুদ্ধে আদালতে ওয়ারেন্ট বিচারাধীন ছিল। পুলিশ সেই ওয়ারেন্ট কার্যকর করেছে এমনটাই জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন।


তবে কোন মামলার কারণে তার বিরুদ্ধে আদালতে ওয়ারেন্ট বিচারাধীন ছিল সে বিষয়ে জেলা পুলিশের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।