Tripura News :  উল্টো রথে হৃদয়বিদারক ঘটনার সাক্ষী রইল ত্রিপুরা, মৃত ৬, আহত বহু 

tripura ulta rath




উল্টো রথে হৃদয়বিদারক ঘটনার সাক্ষী রইল ত্রিপুরা। ইসকনের রথ 33 KV বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে দুই শিশু সহ ছয় জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে বাবা ও ছেলে রয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৭ জন।

আহতদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সকলকে আগরতলায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পরিস্থিতি সরিজমিনে পর্যবেক্ষণে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা রেলে চেপে ইতিমধ্যে কুমারঘাটের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

এদিন মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেন, আজ কুমারঘাটে উল্টোরথ টানার সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন পূণ্যার্থী এবং আহত হয়েছেন আরও কয়েকজন। এই ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত।

ওই ঘটনায় সীমা পাল(৩৩), সুস্মিতা বৈশ্য(৩০), রূপক দাস(৪০), সোমা বিশ্বাস(২৮), রোহন দাস(৯), শান মালাকার(৯)-র মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রূপক দাস এবং রোহন দাস সম্পর্কে বাবা-ছেলে হন। ত্রিপুরা সরকারের তরফে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। আহতদের চিকিৎসায় সমস্ত রকম সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ত্রিপুরায় আজ ছিল প্রভু জগন্নাথের ঘরে ফেরার পালা। এদিকে সকাল থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে ত্রিপুরা জুড়ে। যথারীতি ত্রিপুরার বিভিন্ন প্রান্তে উল্টো রথের আয়োজন হয়েছে। কুমারঘাটে এই প্রথম ইসকন বড় আকারে রথের আয়োজন করেছে। স্বাভাবিকভাবেই উল্টো রথে মানুষের উপচে পড়া ভীড় ছিল দেখার মতো।

জানা গেছে, লোহার পাইপ দিয়ে ইসকনের রথের চূড়া বানানো হয়েছিল। তেমনি রথের চারিপাশ এবং এবং সিঁড়ি লোহার পাইপ দিয়ে বানানো ছিল। আজ ঝিরঝিরে বৃষ্টি শেষে উল্টো রথ নিয়ে বের হয় ইসকন। সামনে এবং পেছনে ছিল প্রচুর শ্রদ্ধালু মানুষের ভীড়। সেই রথ ফিরে আসার সময় কুমারঘাট ব্লক চৌমুহনী এলাকায় বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে চলে আসে। রথের চূড়া ওই তারে লেগে যায় এবং সঙ্গে সঙ্গে রথের সিঁড়িতে থাকা মানুষ বিদ্যুৎপৃষ্ট হন। মুহুর্তের মধ্যেই সেখানে আগুন ধরে যায়। তাতে, দুই শিশু সহ ছয় জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

দ্রুত ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হলেও তার আগেই ছয় জনের মৃত্যু এবং প্রায় ২৭ জন গুরুতর আহত হয়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এরপর সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন দমকল কর্মীরা। এদিকে, আহতদের মধ্যে ৯ জনকে ঊনকোটি জেলা হাসপাতালে এবং ১৮ জনকে কুমারঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁদের মধ্যে ছয় জনকে ঊনকোটি জেলা হাসপাতাল থেকে আগরতলায় জি বি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।