হাইকোর্টে ধাক্কা খেলো রাজ্য, রাজ্যপালের উপাচার্য নিয়োগ বৈধ জানালো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ
হাইকোর্টে ধাক্কা খেলো রাজ্য । রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোসের উপাচার্য নিয়োগ বৈধ। এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট। সেইসাথে অবিলম্বে বেতন বন্ধ করা ১০ উপাচার্যের বেতন চালু করার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
রাজ্যের প্রায় ১৩টি বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন হয়ে পড়ায় এই বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে অন্তর্বর্তী দায়িত্বপ্রাপ্ত উপাচার্যদেরই মেয়াদ বৃদ্ধির সুপারিশ করে রাজভবনে প্রস্তাব পাঠিয়েছিল উচ্চশিক্ষা দফতর। কিন্তু সেই প্রস্তাব না মেনে একের পর এক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস।
যাদবপুর, কল্যাণী, কাজী নজরুল, বর্ধমান বিশ্ববিদ্যালয়-সহ মোট ১০টি বিশ্ববিদ্যালয়ে অন্তবর্তীকালীন উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল। রাজ্যের অভিযোগ ছিল, তাঁদের সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই এই উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল। এই নিয়ে রাজ্য-রাজ্যপালের সংঘাত চরমে উঠেছিল। আদালতে যায় রাজ্য। এমনকি রাজ্যপালের নিয়োগ বৈধ নয় বলে দাবি করে ১০ উপাচার্যের বেতন বন্ধ করেছিল রাজ্য। বুধবার সেই মামলার শুনানিতে ধাক্কা খেল রাজ্যই।
এদিন আদালতের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, উপাচার্য নিয়োগের এক্তিয়ার রয়েছে রাজ্যপালের। অর্থাৎ নিয়মবিরুদ্ধ কোনও কাজ করেননি রাজ্যপাল। দশটি বিশ্ববিদ্যালয়ে যাদের নিয়োগ করেছিলেন রাজ্যপাল, তাঁরাই দায়িত্বে বহাল থাকবেন বলে নির্দেশ আদালতের। পাশাপাশি, অবিলম্বে এই উপাচার্যদের বেতন চালুর নির্দেশও দিয়েছে আদালত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊