পঞ্চায়েত নির্বাচন বন্ধ করে জরুরী অবস্থা জারি করার আবেদন জানিয়ে মামলা হাইকোর্টে!

Panchayat Election




৮ই জুলাই রাজ্যে নির্বাচন। আর নির্বাচনের দামামা বাজতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির চিত্র ফুটে উঠেছে। উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙর, দিনহাটা সহ একাধিক জায়গা। রাজনৈতিক চাপান উতোরের মাঝেই সম্পন্ন হয়েছে মনোনয়ন প্রক্রিয়া। মনোনয়ন জমা নিয়ে বেশ অশান্তি দেখা গিয়েছিল। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হবে কি না তা নিয়েও অনেক জলঘোলা হয়েছে। মামলা হয়েছিল আদালতে। সবশেষে আদালতের নির্দেশ মেনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে সারা রাজ্যে হবে নির্বাচন।



এদিকে, আজ পঞ্চায়েত নির্বাচন বন্ধের দাবি জানিয়েই মামলা হল আদালত। এমনটাই খবর। শুধু তাই নয় নির্বাচন বন্ধ করে রাজ্যে জরুরি অবস্থা জারি করার আবেদন জানানো হয়েছে। জানা যাচ্ছে, কলকাতা উচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চে মামলা করার আবেদন জানানো হয়েছে। বিচারপতি মামলা করার অনুমতি দিয়েছেন। আগামী শুক্রবার মামলার শুনানি হবে বলে জানা গেছে।



জানা গেছে, সোমবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। হাই কোর্টের কাছে আইনজীবীর আরজি, এখনই পঞ্চায়েত নির্বাচন বন্ধ করা হোক। শুধু তাই নয়, রাজ্যে এখনই জরুরি অবস্থা জারির আরজি জানিয়েছেন তিনি।



উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচন নিয়ে একাধিক মামলা জারি হয়েছিল কলকাতা হাইকোর্টে।