মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফরের দিনেই আবারো উত্তপ্ত হয়ে উঠল দিনহাটার ভেটাগুড়ি


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফরের দিনেই আবারো উত্তপ্ত হয়ে উঠল দিনহাটার ভেটাগুড়ি



মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফরের দিনেই আবারো উত্তপ্ত হয়ে উঠল দিনহাটার ভেটাগুড়ি। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির এক কর্মীর মাথায় চাকু মারার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ কুঞ্জ রায় নামে ওই বিজেপি কর্মী যখন সেলুনে চুল কাটাতে গিয়েছিলেন ঠিক সেই সময় ভেটাগুরীর সিঙ্গিজানী এলাকার তৃণমূল প্রার্থী ঘনিষ্ঠ আলী হোসেন মিয়া নামে তৃণমূলের এক কর্মী তার মাথায় চাকু মারে। ইতিমধ্যই আশঙ্কা জনক অবস্থায় ওই বিজেপি কর্মীকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত গতকাল বিকেলে ভেটাগুড়ি 2 নম্বর অঞ্চলের বেশকিছু এলাকায় পঞ্চায়েত ভোটের প্রচারে বের হন ভেটাগুড়ি 2 নম্বর অঞ্চল তৃনমূল কংগ্রেস সভাপতি সুনীল রায় সরকার সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী। তারা যখন প্রচার থেকে ফিরছিলেন সেই সময় একদল দুষ্কৃতকারি তাদের উপর হামলা চালায় এবং তাদের গাড়ি ভাঙচুর করে। পাশাপাশি তারা দিনহাটায় এক নম্বর পঞ্চায়েত সমিতির ৬/১১ নম্বর বুথের তৃণমূল প্রার্থী নির্মল বর্মনের বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ ছিলো, বিজেপির লোকজন এই হামলা চালিয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে তৃণমূলের সাধারণ কর্মীদের মধ্যে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়। বিজেপির বিরুদ্ধে হামলা এবং পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে তারা ভেটাগুড়ি বাজারে পথ অবরোধ শুরু করে। খবর পেয়ে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন এবং মন্ত্রীর হস্তক্ষেপে ঘন্টা দুয়েক পর অবরোধ উঠে যায়।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ বিজেপি কর্মীকে মাথায় চাকু মারার ঘটনায় ফের উত্তেজনা ছড়ালো ভেটাগুড়িতে।