WBMSC TEACHER RECRUITMENT: মাদ্রাসা সার্ভিস কমিশনের SLST শিক্ষক নিয়োগ পরীক্ষার বিষয় ভিত্তিক সিলেবাস, Download Now
শুরু হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের নবম-দশম ও একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার আবেদন গ্রহন। আগামী ১২ই জুন পর্যন্ত চলবে আবেদন গ্রহন। এর মাঝেই আজ মাদ্রাসা সার্ভিস কমিশনের বিষয় ভিত্তিক সিলেবাস প্রকাশ করলো কমিশন।
৪ই মে প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ-এর বিজ্ঞপ্তি। আর তারপরেই চাকরি প্রার্থীদের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছে। বহুদিন পর শিক্ষক নিয়োগ হতে চলেছে ফলে সবাই মুখিয়ে থাকবে সাফল্যের আশায়। ১২ই মে থেকে শুরু হয়েছে আবেদন গ্রহন। চলবে একমাস।
Category | Subject |
Post Graduate(XI-XII) | Anthropology (PG) |
Post Graduate(XI-XII) | Arabic MA (PG) |
Post Graduate(XI-XII) | Bengali (PG) |
Post Graduate(XI-XII) | Biological Science (PG) |
Post Graduate(XI-XII) | Chemistry (PG) |
Post Graduate(XI-XII) | Computer Application (PG) |
Post Graduate(XI-XII) | Computer Science (PG) |
Post Graduate(XI-XII) | Cost and Taxation (PG) |
Post Graduate(XI-XII) | Economics (PG) |
Post Graduate(XI-XII) | Education (PG) |
Post Graduate(XI-XII) | English (PG) |
Post Graduate(XI-XII) | Environmental Studies (PG) |
Post Graduate(XI-XII) | Geography (PG) |
Post Graduate(XI-XII) | History (PG) |
Post Graduate(XI-XII) | Home Mgt. & Home Science (PG) |
Post Graduate(XI-XII) | Islamic History (PG) |
Post Graduate(XI-XII) | Mathematics (PG) |
Post Graduate(XI-XII) | Nutrition (PG) |
Post Graduate(XI-XII) | Philosophy (PG) |
Post Graduate(XI-XII) | Physics (PG) |
Post Graduate(XI-XII) | Political Science (PG) |
Post Graduate(XI-XII) | Psychology (PG) |
Post Graduate(XI-XII) | Sanskrit (PG) |
Post Graduate(XI-XII) | Sociology (PG) |
Post Graduate(XI-XII) | Statistics (PG) |
Post Graduate(XI-XII) | Urdu (PG) |
Graduate (IX-X) | Bengali |
Graduate (IX-X) | Life Science |
Graduate (IX-X) | English |
Graduate (IX-X) | Geography |
Graduate (IX-X) | History |
Graduate (IX-X) | Mathematics |
Graduate (IX-X) | Physical Science |
Graduate (IX-X) | Urdu |
Graduate (IX-X) | Advance Arabic (Theology/Islam Parichay) |
Graduate (IX-X) | Arabic |
Graduate (V-VIII) [TET] | Advance Arabic (Theology/Islam Parichay) [TET] |
Graduate (V-VIII) [TET] | Arabic [TET] |
Undergraduate (I-IV) [TET] | Arabic (UG) [TET] |
মোট ১৭২৯ শুন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন। রাজ্যে মোট ৬১৪টি মাদ্রাসা রয়েছে। ২০১৪ থেকে মাদ্রাসা গুলিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ প্রক্রিয়া বন্ধ। এতদিনে বহু শিক্ষক শিক্ষিকা অবসর নিয়েছেন আবার অনেকে বদলি হয়েছেন ফলে একাধিক শূন্যপদ তো রয়েছে। সেই শূন্যপদেই নিয়োগ করতে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊