কোচবিহার পুলিশের সাফল্য, শতবর্ষ প্রাচীন মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার চার চোর

কোচবিহারে মন্দিরের চুরি কান্ডে সফলতা কোচবিহার পুলিশের

mandir
শ্রী শ্রী করুণাময়ী মায়ের মন্দির



কোচবিহারে মন্দিরের চুরির ঘটনার চার দিনের মধ্যেই গ্রেফতার হল চার চোর, তাও আবার চুরি যাওয়া সামগ্রী সহকারে। কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের ভূমিকায় খুশি এলাকাবাসী।

বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই চার চোরকে গ্রেফতার করে কোচবিহার কোতোয়ালি থানার বিশেষ পুলিশ দল। এই দলের পেছনে বড় কোন ইন্ধন রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

শতবর্ষ প্রাচীন কোচবিহারের ১৫ নং ওয়ার্ডের শ্রী শ্রী করুণাময়ী মায়ের মন্দির থেকে ২১ তারিখ রাতে ১২ ভরী সোনার গয়না চুরি যাওয়ার অভিযোগ ওঠে। তড়িঘড়ি তদন্ত শুরু করে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। এলাকাবাসীর ভাবাবেগ জড়িয়ে রয়েছে এই মন্দিরকে ঘিরে।

কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপার সানিরাজ জানান, এক মহিলা সহ চারজনকে চুরিকৃত সামগ্রী সহ গ্রেফতার করা হয়েছে । পুলিশের দ্বারা প্রকাশিত ধৃতদের নাম বিষ্ণু রায়, মধু বর্মন, নীলা বর্মন ও রতন কর্মকার।

উল্লেখ্য ধৃতদের মধ্যে দুজন কোচবিহারের বাসিন্দা এবং মধু বর্মন ও নীলা বর্মন তারা পরস্পরের স্বামী-স্ত্রী এবং এরা আলিপুরদুয়ারের বাসিন্দা বলে পুলিশ সূত্রের খবর।

তাদের দখল থেকে উদ্ধার করা হয়েছে একটি টিকলি টানা, একটি কোমরের ছাপা, জোড়া পায়ের নুপুর, দুটি নাকের দুল, একজোড়া কানের দুল, একটি হাড়ের লকেট, একটি ঠাকুরের সোনার ছাতা, একটি হাতের বালা, একটি হাতের চুরি, একটি কানে ঝুমকা, তিনটি সোনার বাট, একটি রুপার বাট।

Post a Comment

thanks