তৃণমূল ছাড়া কেউ প্রার্থী দিতে পারবে না, না বিজেপি না সিপিএম না কংগ্রেস- উদয়ন গুহ
কোচবিহারের সাংসদ নিশিথ প্রামানিক দিনহাঁটার জন্য পাঁচ টাকা খরচা করেছে কিনা কেউ বলতে পারবেনা, সে কুয়োর ব্যাং ভেটাগুড়ির মধ্যেই আবদ্ধ থাকবে, এভাবেই কেন্দ্রীয় মন্ত্রীকে আক্রমণ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।
বৃহস্পতিবার বিকেলে দিনহাটা ২ নং ব্লকের মনসব শেওড়াগুড়িতে কর্মীসভা করেন দিনহাটার বিধায়ক তথা মন্ত্রী উদয়ন গুহ। এদিন সেখানে বক্তব্য রাখতে গিয়ে নিশীথ প্রামাণিককে আক্রমণ করে বলেন, দিনহাটা এমনকি দিনহাটা ২ নং ব্লকের জন্য নিশীথ প্রামানিক পাঁচ হাজার টাকা খরচা করেছেন কিনা কেউ বলতে পারবে না। তাহলে তাকে ভোট দেবো, তিনি ভোট নিয়ে দিল্লিতে বসে থাকবেন মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়াবেন না, যখন করোনা হয়েছিল আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি।
এদিন তিনি আরো বলেন মিশন ভেটাগুড়িতে, মিশন দিনহাটা আর হবে না। কুয়োর ব্যাংকে বাইরে বের হতে দেব না। দিনহাটা বিধানসভার ৩০০ বেশি আসনে তৃণমূল ছাড়া কেউ প্রার্থী দিতে পারবে না, না বিজেপি না সিপিএম না কংগ্রেস কেউ পারবেনা একমাত্র তৃণমূলের ক্ষমতা আছে।
0 মন্তব্যসমূহ
thanks