দেশ জুড়ে চাঞ্চল্য ফেলে দেওয়া শিশু পাচার মামলায় ৬ বছর পর ২ জনের জামিন জলপাইগুড়িতে 

jalpaiguri circuit house



জলপাইগুড়ি:

রাজ্য তথা দেশ জুড়ে চাঞ্চল্য ফেলে দেওয়া শিশু পাচার মামলায় ছ বছর দুমাস পাঁচ দিন পর জামিন পেলো দুই অভিযুক্ত।

উল্লেখ্য, ২০১৭ সালে জলপাইগুড়ি জেলায় ঘটে যাওয়া এই ঘটনার খবর ছড়িয়ে পড়েছিল সমগ্র দেশ জুড়ে। স্বেচ্ছাসেবি সংগঠনের আড়ালে অনাথ শিশুদের পাচার করার অভিযোগ দায়ের করে জেলা আদালতের সেশন কোর্টে মামলা রুজু করা হয়েছিলো।

সেই থেকেই এই শিশু পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার চন্দনা চক্রবর্তী সহ গ্রেফতার করা হয় মোট সাত জনকে। সোমবার জলপাইগুড়ি স্থিত কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চে এই মামলায় অভিযুক্ত মানস চৌধুরী এবং দেবাশিস চন্দ্রের করা জমিনের আবেদন মঞ্জুর করেন বিচারপতি।

অভিযুক্ত পক্ষের আইনজীবী শংকর দে জানিয়েছেন, ২০১৭ সালের মামলা মূলত চাইল্ড ট্রাফিকিং এর অভিযোগ এবং তার সর্বোচ্চ যে সাজা তার অনেকটা সময় ইতিমধ্যে জেলে কাটিয়েছে এই দুজন, সেই দৃষ্টি ভঙ্গিতেই মহামান্য আদালত জামিন মঞ্জুর করেছেন।

যদিও এই ঘটনায় এখনও তিন জন জেল হেফাজতেই রয়েছে যার মধ্যে অন্যতম চন্দনা চক্রবর্তী। এই মামলায় মোট ৭৪ জন সাক্ষী থাকলেও এখন পর্যন্ত ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করা গিয়েছে বলে জানিয়েছেন আইনজীবী শংকর দে।