মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে জেলার কৃতিদের কলকাতা যাত্রা, মুখ্যমন্ত্রী জানাবেন শুভেচ্ছা 


kolkata



কোচবিহার, ৩০ মেঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কোচবিহার জেলার কৃতিদের মঙ্গলবার কোচবিহার জেলাশাসক দপ্তরের ল্যান্সডাউন হলে সম্বর্ধনা দিল কোচবিহার জেলা প্রশাসন।


এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক পবন কদিয়ান, অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন রবিরঞ্জন, তথ্য সংস্কৃতি আধিকারিক কোচবিহার জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক প্রণব কুমার দেব, কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক সমর চন্দ্র মন্ডল সহ অন্যান্যরা।




এদিন কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা জানানোর পাশাপাশি তাদের কলকাতা নিয়ে যাবার ব্যবস্থা করা হয়েছে। আজ এই সমস্ত কৃতি শিক্ষার্থীরা কলকাতায় রওনা হবেন। সেখানে মুখ্যমন্ত্রী এই সমস্ত কৃতীদের সাথে দেখা করার পাশাপাশি তাদের সম্মান জানাবেন। এদিন তারা প্রশাসনের পক্ষ থেকে একটি বাসে করে রওনা হয়েছে। সবুজ পতাকা দেখিয়ে যার শুভ সূচনা করেন জেলাশাসক পবন কাদিয়ান।


এদিন সংবর্ধনা প্রদানের সময় কৃতীদের মুখ থেকে তাদের ভবিষ্যতের নানান কথা শোনেন জেলা শাসক। সেই সাথে আগামীদিনে তারা কি করতে চায়, তাও শুনেন তিনি। পাশাপাশি কোচবিহার জেলাশাসক অভিভাবকদের নানান পরামর্শ দেন।