জাতীয় স্তরে ফের স্বীকৃতি পেল রাজ্য 

nabanna
নবান্ন, কলকাতা


গত কয়েক বছর ধরেই বিভিন্ন সরকারি পরিষেবা জাতীয় স্তরে স্বীকৃতি পেয়ে চলছে রাজ্য। এবছরেও জাতীয় স্তরে স্বীকৃতি পেল রাজ্য। গতবছরের মতো এবারও পরিবহণ দপ্তর স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে। ই-টিকিটিং সিস্টেম, জল পরিবহণ এবং অভিনব ভাবনায় সরকারি বাস ডিপোগুলোকে কাজে লাগানো – এই তিনটি বিভাগে ২০২৩ সালে এই পুরস্কার জিতল রাজ‌্য পরিবহণ দপ্তর।



প্রতি বছরই দেশের বিভিন্ন রাজ্যে সরকারি দপ্তরগুলোকে ভাল কাজের স্কীকৃতিসরূপ স্কচ অ্যাওয়ার্ড দেওয়া হয়। এবছর পরিবহণে সেই স্বীকৃতি মিলেছে রাজ্যের। উল্লেখ করা হয়েছে ১৫০ বছরের পুরাতন ট্রামের কথাও। ট্রাম লাইব্রেরি, ট্রাম মিউজিয়াম, ট্রাম ক্যাফে, বিভিন্নভাবে ট্রামকে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করা হয়েছে তা প্রশংসনীয়।



২০২২ সালে শিক্ষা, শিল্প, বন ও পরিবেশ সংক্রান্ত বিভাগে শীর্ষ স্থান পেয়েছিল বাংলা। পুরস্কার এসেছিল পরিবহণ দপ্তরেও।