দিনহাটা প্রান্তিক বাজার এলাকায় উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত ১
দিনহাটা:
দিনহাটা প্রান্তিক বাজার এলাকায় উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যু এক বৃদ্ধা মহিলার।
জানা গিয়েছে ঘটনাটি ঘটে শুক্রবার প্রায় পৌনে তিনটে নাগাদ দিনহাটা এক নম্বর ব্লকের প্রান্তিক বাজার সংলগ্ন এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানান বছর ৪৫ এর বৃদ্ধা মহিলার নাম লক্ষ্মী দেবনাথ। তার বাড়ি ভেটাগুড়ি খারিজা বালাডাঙ্গা এলাকায়। তিনি বিড়ি বাঁধার কাজ করেন। বিড়ি জমা দিতে প্রান্তিক বাজার সংলগ্ন এলাকায় এসেছিলেন ওই বৃদ্ধা। ঠিক সেই সময় দিনহাটা থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনটি। সেই মুহূর্তে অসাবধানতায় রেল লাইন পারাপার করার সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এবং ছিন্নভিন্ন হয়ে পড়ে মহিলার দেহ।
ঘটনার খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দারা ভিড় জমাতে শুরু করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ এবং রেল পুলিশ কর্মীরা।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সংশ্লিষ্ট ওই এলাকায়।