NEET UG Admit Card: প্রকাশিত হল নিটের অ্যাডমিট কার্ড, Download Now 

Medical Student





National Testing Agency আজ National Eligibility Cum Entrance Test এর অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। NTA এর অফিশিয়াল ওয়েবসাইট www.nta.neet.nic.in এ ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড।



www.nta.neet.nic.in গিয়ে Download Admit Card লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিলেই দেখা যাবে অ্যাডমিট কার্ড। সেটিকে ডাঈনলোড করে প্রিন্ট করে রাখতে হবে।




NTA আয়োজিত NEET হল সর্বভারতীয় মেডিক্যাল এন্ট্রাস পরীক্ষা। প্রার্থীরা অ্যাডমিট কার্ডে পরীক্ষা ও পরীক্ষার দিনের যাবতীয় তথ্য জানতে পারবে। আগামী ৭ই মে ২০২৩ বেলা ২টা থেকে শুরু হবে পরীক্ষা। যদিও তার ৩০ মিনিট আগে রিপোর্টিং করতে হবে প্রার্থীদের। ১১টা থেকে রিপোর্টিং শুরু চলবে ১টা ৩০ পর্যন্ত। এদিকে ২টা থেকে ৫টা ২০ পর্যন্ত পরীক্ষা।