Mamata Banerjee: ৩৬০০০ চাকরি বাতিলে চাকরিহারাদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee


৩৬০০০ চাকরি বাতিলে চাকরিহারাদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে চাকরি গিয়েছে ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের তাঁদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানালেন, 'যতদূর লড়াই করতে হয়, রাজ্য সরকার সেটা করবে।'


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'পরিবারগুলো বারবার আমাকে আপিল করছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ডিভিশন বেঞ্চে আমরা যাব। তবে কেউ একটা দাবি করেছিল, ওঁরা ট্রেনিং নেয়নি কিন্তু তেমনটা নয়। ট্রেনিং ওঁরা নিয়েছে। ওঁদের একটা অর্ডার ছিল। চাকরিতে ঢোকার তিন বছরের মধ্যে এক বছরের ট্রেনিংটা নিতে হবে বলা ছিল অর্ডারে। যেটা ওঁদের সবার নেওয়া। আরও অনেক পয়েন্ট রয়েছে, তবে বিষয়টা যেহেতু আদালতে যাবে তাই এই নিয়ে আর কথা বলতে চাই না। আইনজীবীরা নির্দিষ্ট জায়গায় তা বললেন।' 



পাশাপাশি মানবিকভাবে তাঁদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায়, কেউ ভেঙে পড়বেন না। কেউ হতাশ হবেন না। মন খারাপ করবেন না। যতদূর লড়া যায় সরকার লড়বে।