মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ! নিজের খাতার সার্টিফাইড কপি চাই? পাবেন কীভাবে
সদ্য ফল প্রকাশ হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের। এবছর রয়েছে বড় সুযোগ। চাইলেই আপনি সার্টিফাইড অ্যানসার স্ক্রিপ্ট সংগ্রহ করতে পারবেন পর্ষদ থেকে। এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ।
বিজ্ঞপ্তি অনুসারে ফল প্রকাশের ৭৫দিনের মধ্যে রিজিওনাল অফিসে সার্টিফাইড অ্যানসার স্ক্রিপ্টের জন্য আবেদন করা যাবে। আর এরজন্য খরচ মাত্র ১০টাকা।
প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল। কিন্তু ফলাফলে অসন্তুষ্ট হলে PPR/PPS করার সুযোগ থাকে পরিক্ষার্থীদের। এবছরেও রয়েছে সেই সুযোগ। তবে এবার চাইলেই সার্টিফাইড অ্যানসার স্ক্রিপ্ট পেতে পারেন পরীক্ষার্থীরা। এরজন্য কি করতে তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।