Breaking

Friday, May 26, 2023

ব্যাঙ্ক থেকে হোম লোন নিয়ে বাড়ি, টাকা শোধ দিতে না পারায় বাড়ি সিল ব্যাঙ্ক কতৃপক্ষের

ব্যাঙ্ক থেকে হোম লোন নিয়ে বাড়ি, টাকা শোধ দিতে না পারায় বাড়ি সিল ব্যাঙ্ক কতৃপক্ষের 


house
বাড়ি সিল করছে ব্যাঙ্ক কতৃপক্ষ 



ব্যাঙ্ক থেকে হোম লোন নিয়ে বাড়ি করেছিলেন এক ব্যক্তি। লোন পরিশোধ করতে না পারায় বাড়ি সিল করলো ব্যঙ্ক কতৃপক্ষ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা অন্তর্গত শ্রীপুর রোড মিলন মন্দিরের কাছে সুভাষ ধীবরের বাড়ি শীল করল এক বেসরকারি ব্যাংকের আধিকারিকগণ ।

বেসরকারি ব্যাংকের আধিকারিকের সঙ্গে উপস্থিত ছিলেন আসানসোলের ম্যাজিস্ট্রেট সঙ্গে কুলটি থানার পুলিশ বাহিনী । বাড়িটিকে শীল করার সময় যাতে কোন অপ্রিয়কর ঘটনা না ঘটে তার জন্য পুলিশের করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল ।

সূত্র মারফত জানা যায় সুভাষ ধীবর ব্যাংক থেকে ৪৫ লক্ষ্য টাকা বাড়ির নামে ঋণ নিয়েছিল । সেই ঋণ পরিশোধ না করার জন্য আজ শুক্রবার দুপুরে সুভাষ ধীবরের বাড়ি শীল করল ব্যাংকের আধিকারিকগণ।

No comments:

Post a Comment

thanks