সুপারি গাছ কাটাকে কেন্দ্র করে কুড়ল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ, চাঞ্চল্য শীতলখুচিতে 


man voter card photo
মৃত আবেদ আলি 



পারিবারিক বিবাদের জেরে ভাইপোর কুড়লের আঘাতে মৃত্যু হল বছর ৫৮'র আবেদ আলি মিয়া, নামে এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে শীতলখুচি ব্লকের গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতের ছোট ধাপেরচাত্রা এলাকায়।

ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের ছেলে আবু কালাম মিয়া জানান, মাঝেমধ্যেই নানা বিষয় নিয়ে সে ঝামেলা করত, আজ সকালে তিনি ঘরে কাজ করছিলেন বাবা বাইরে গরু চড়াচ্ছিল সে সময় তার জেঠাতো ভাই সেরাজুল মিয়া বাড়ির পাশে কুড়লো দিয়ে সুপারি গাছ কাটছিল সে সময় বাবা গাছ কাটতে বাধা দিলে অভিযুক্ত সেরাজুল মিয়া গালিগালাজ করতে থাকে এবং আচমকা কুড়ল দিয়ে মাথায় কোপ দেয়।

police
ঘটনাস্থলে পুলিশ 

ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে মাটিতে পড়ে আবেদ আলি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মামাথাভাঙ্গার সিআই অজয় মণ্ডল,শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনী।

পুলিশ সূত্রে জানা যায় ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূল অভিযুক্ত, সেরাজুল মিয়াকে আটক করা হয়েছে।মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।