আগামীদিনে চিকিৎসক হতে চায় উচ্চ মাধ্যমিকে সপ্তম রুপঙ্কর

আগামীদিনে চিকিৎসক হতে চায় উচ্চ মাধ্যমিকে সপ্তম রুপঙ্কর 

HS result


পূর্ব বর্ধমান:- ৪৯০ নাম্বার পেয়ে আগামী দিনে চিকিৎসক হতে চায় উচ্ছ মাধ্যমিকে সপ্তম স্থান অধিকারী রূপঙ্কর ঘটক।রুপঙ্কর বর্ধমান মিউন্সিপাল হাই স্কুলের ছাত্র।সে ছোট থেকেই স্কুলে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করতো।সে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গান শুনতে পছন্দ করে। প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা পড়াশুনা করত বলে জানায় রুপঙ্কর। উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য নিজের বাবা মায়ের পাশাপাশি প্রতি সাবজেক্টের জন্য এক জন করে গৃহ শিক্ষক ছিলো বলে জানায় রুপঙ্কর। সপ্তম স্থানাধিকারী রুপঙ্করের বাবা মা দুজনাই স্কুল শিক্ষক বলে জানায় সে।




সাম্প্রতিক মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে 1 থেক 10 স্থান অধিকার করেছে পূর্ব বর্ধমান জেলার 18 জান ছাত্র ছাত্রী। ফের উচ্চমাধ্যমিকে রাজ্যের 1 থেকে 10 স্থান অধিকার করলো 6 জন ছাত্র ছাত্রী।




রুপঙ্করের মা বলেন ছেলেকে পড়াশোনার জন্য কোনো চাপ দেওয়া হতনা। ও নিজের ইচ্ছে মতো পড়তো।রাত 11টার মধ্যে পড়াশুনা শেষ করে ঘুমতো।রুপঙ্করের সাফল্যে খুশি বাবা মায়ের পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ