WBCHSE HS Result 2023, WB HS Toppers List 2023  , WB HS Merit List 2023


amzad hossain




মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকের ফলাফল (HS Exam Result 2023)। চলতি বছরে গত ১৪ মার্চ শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ২৭ মার্চ। পরীক্ষা শেষ হওয়ার ৫৮ দিনের মাথায় ফলপ্রকাশ করা হচ্ছে। এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৫২ হাজার, যা গত বারের তুলনায় ১ লক্ষ ৭ হাজার বেশি।


আজ দুপুর ১২ টায় সাংবাদিক বৈঠকে সংসদ সভাপতি উচ্চমাধ্যমিকের ফলাফল (WB HS Merit List 2023) আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন।


এবছর ৬০ টি বিষয়ে পরীক্ষা হয়েছে, তিনটি ভাষায় প্রশ্ন করা হয়েছিলো। মার্কশিটে কিআর কোর্ড আছে। ৩১শে মে থেকে ১৫দিনের মধ্যে PPR, PPS করা যাবে। মোট পরীক্ষার্থী ৮২৪৮৯১ জন। পাশ করেছেন ৭৩৭৮০৭ জন। পাশের হার ৮৯.২৫%। ছেলেদের ৯১.৮৬, মেয়েদের ৮৭.২৬ শতাংশ পাশের হার। ১১টি জেলায় পাশের হার ৯০%এর বেশি। পাশের হার বেশি পূর্ব মেদিনীপুরে। ২৭৩৫৮০ জন ৬০% এর বেশি নম্বর পেয়েছে।

উর্দুতে মহম্মদ আসান প্রথম স্থান পেয়েছে রাজ্যে। 
নেপালি ভাষায় স্নেহা নেপাল প্রথম। 
৪৭২ পেয়ে সাঁওতালি ভাষায় প্রথম বিবেক সোরেন, মৌসুমী টুডু, সরস্বতী বাসকে। 

বাংলা ভাষায় ৮৭ জন রয়েছে প্রথম দশে, হুগলি থেকে ১৮ জন। শুভ্রাংশু সরদার ৪৯৬ পেয়ে রাজ্যে প্রথম ।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (HS Result 2023) কোচবিহার জেলার প্রথম দশ রয়েছে ৫ জন ।  

৪৯১ পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে চয়ন বর্মন , জেনস্কিনস স্কুল থেকে। 

৪৮৮ পেয়ে  নবম স্থান অধিকার করেছে দুইজন -  প্রণব বর্মন মেখলিগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুল , এবং আমজাদ হোসেন প্রেমেরডাঙ্গা দেওয়ান বর্মন হাই স্কুল থেকে।  

৪৮৭ পেয়ে  দশম স্থান অধিকার করেছে দুইজন স্বাগতা চক্রবর্তী কোচবিহার সুনীতি একাডেমি এবং বিক্রম বর্মন নিশিময়ী হাই স্কুল।